• facebook
  • twitter
Friday, 5 December, 2025

স্কুল পড়ুয়াদের যৌন হেনস্থা করার অভিযোগ গুরু শিবশঙ্করবাবার বিরুদ্ধে 

চেন্নাইয়ের স্বঘােষিত গুরু শিবশঙ্করবাবার বিরুদ্ধে ছাত্রীদের যৌন হেনস্থার অভিযােগ দায়ের করল পুলিশ।

প্রতীকী ছবি (File Photo: iStock)

চেন্নাইয়ের স্বঘােষিত গুরু শিবশঙ্করবাবার বিরুদ্ধে ছাত্রীদের যৌন হেনস্থার অভিযােগ দায়ের করল পুলিশ।

চেন্নাইয়ের কেলামবক্কমে শিবশঙ্করের একটি প্রতিষ্ঠান রয়েছে। সুশীল হরি ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল নামে ওই শিক্ষা প্রতিষ্ঠানে বহু ছাত্রী পড়াশুনা করেন। কীভাবে তাদেরকে যৌন হেনস্থা করা হত তা নিয়ে নেট মাধ্যমে মুখ খােলেন পড়ুয়ারা।

Advertisement

এরপর রাজ্যের শিশু কল্যাণ কমিটি শিবশঙ্করকে তলব করেন। কিন্তু তিনি হাজির হননি। তার পরিবর্তে তিনি একটি প্রতিনিধি দল পাঠান শিশু কল্যাণ কমিটির কাছে। প্রতিনিধিরা জানান, গুরু শিবশঙ্কর দেরাদুনের এক হাসপাতালে ভর্তি রয়েছেন।

Advertisement

পড়ুয়াদের অভিযােগের ভিত্তিতে শিবশঙ্করের বিরুদ্ধে মামলা রুজু করেছে। পকসাে আইনে মামলা হয়েছে। যারা অভিযােগ জানিয়েছেন, তাদের মধ্যে নাবালিকাও রয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement