এসএসকেএম মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মহিলা ডাক্তারকে যৌন হেনস্থার ঘটনায় দুই ডাক্তারকে অন্যত্র বদলি করে দেওয়া হল। স্বাস্থ্যভবনের নির্দেশেই এই বদলি।
বৃহস্পতিবার এই নিয়ে স্বাস্থ্য ভবন একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে ক্রিটিকাল কেয়ার ইউনিটের যে সহকারি অধ্যাপক ডাক্তারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযােগ রয়েছে।
Advertisement
তাকে পাঠানাে হল নীন্দ্রতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে ও আরেক অধ্যাপক ডাক্তারকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement
চলতি বছরে ২৭ জানুয়ারি হাসপাতাল কর্তৃপক্ষকে যৌন হেনস্থার বিষয়টি জানান নির্যাতিত পড়ুয়া ডাক্তার। অভিযােগ খতিয়ে দেখতে দশ সদস্যের একটি কমিটি গঠকরে হাসপাতাল কর্তৃপক্ষ।
সেই কমিটির রিপাের্টে জানা যায় নির্যাতিতার অভিযােগ সত্য এর পরেই স্বাস্থ্যভবন উদ্যোগী হয় দুই ডাক্তারকে বদলি করতে।
Advertisement



