• facebook
  • twitter
Saturday, 27 December, 2025

ছত্তিসগড়ে গার্ড অফ অনার প্রথা নিষিদ্ধ

জেলা সফর কিংবা আনুষ্ঠানিক কর্মসূচির সময় মন্ত্রী ও ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের গার্ড অফ অনার দেওয়ার ঔপনিবেশিক যুগের রীতি বাতিল করল ছত্তিসগড়ের বিজেপি সরকার

জেলা সফর কিংবা আনুষ্ঠানিক কর্মসূচির সময় মন্ত্রী ও ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের গার্ড অফ অনার দেওয়ার ঔপনিবেশিক যুগের রীতি বাতিল করল ছত্তিসগড়ের বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার এই সংক্রান্ত বিদ্যমান নিয়ম সংশোধন করে একটি অন্তর্বর্তী আদেশ জারি করেছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উপ-মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মার উদ্যোগেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। দীর্ঘ দিন ধরে চালু থাকা প্রোটোকলগুলি পর্যালোচনা করার পর সরকার মনে করেছে, গার্ড অফ অনারের মতো আনুষ্ঠানিক দায়িত্ব পুলিশবাহিনীর মূল কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

Advertisement

মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইয়ের নেতৃত্বাধীন সরকার জানিয়েছে, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য পুলিশকে অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতার বোঝা থেকে মুক্ত করা। এতে আইন-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সাধারণ মানুষের সেবায় পুলিশ আরও বেশি সময় ও শক্তি দিতে পারবে।

Advertisement

সরকারি ব্যাখ্যায় আরও বলা হয়েছে, ব্রিটিশ আমলের এই প্রথা আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাই সময়ের দাবি মেনেই এই রীতি বাতিল করা হয়েছে। নতুন নির্দেশ কার্যকর হওয়ার ফলে ভবিষ্যতে মন্ত্রী বা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সফরে আর গার্ড অফ অনারের আয়োজন করা হবে না। এই সিদ্ধান্তকে প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবেই দেখছে ছত্তিসগড় সরকার।

Advertisement