১ জুলাই থেকেই কার্যকর জিএসটিতে একাধিক নতুন নিয়ম

Written by SNS March 1, 2024 6:09 pm

gst,Goods and Services Tax

দিল্লি, ১ মার্চ– ৭ বছরের মাথায় এবার জিএসটিতে বড় পরিবর্তন আনা হচ্ছে৷ মার্চ থেকেই জিএসটিতে লাগু হতে চলেছে একাধিক নতুন নিয়ম৷ ২০১৭ সালের ২৯ মার্চ সংসদে এই পণ্য ও পরিষেবা কর আইনটি পাস হয়েছিল এবং ওই বছরের ১ জুলাই থেকে তা কার্যকর হয়েছিল৷ আবগারি শুল্ক, ভ্যাট, পরিষেবা করের মতোই পণ্য ও পরিষেবা কর দিতে হয়৷ যার আমরা জিএসটি নামেই জানি৷

নতুন নিয়ম অনুযায়ী মার্চ মাস থেকে কোনও ব্যবসার বার্ষিক টার্ন ওভার ৫ কোটির বেশি হলে বিটুবি ট্রানজাকশনের জন্য ই-ইনভয়েস ছাড়াই বিল তৈরি করা যাবে৷ ন্যাশনাল হাইওয়ে অথারিটি অব ইন্ডিয়ার তরফেও ফ্যাসট্যাগের জন্য কেওয়াইসি আপডেটের তারিখ মার্চের শেষ অবধি বাড়ানো হয়েছে৷ অর্থাৎ এই সময়ের মধ্যে ফ্যাসট্যাগ আপডেট না করলে সংশ্লিষ্ট ফ্যাসট্যাগ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে৷

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, আগামী ১৫ মার্চ থেকে ক্রেডিট কার্ডে মিনিমাম অ্যামাউন্ট ডিউ-র হিসাবে পরিবর্তন আনা হচ্ছে৷ এখন থেকে ইএমআই অঙ্কের সঙ্গে জিএসটি, ১০০ শতাংশ ফি ও ৫ শতাংশ ফিন্যান্স চার্জ যোগ করা হবে৷ আর্থিক বেনিয়মের অভিযোগে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ইতিমধ্যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে৷ আগামী ১৫ মার্চ থেকে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে আর আর্থিক লেনদেন করা যাবে না৷