• facebook
  • twitter
Saturday, 2 November, 2024

মহার্ঘ রসুন, কেজি প্রতি বিকোচ্ছে ৬০০ টাকায়

দিল্লি, ২১ফেব্রুয়ারি– কয়েকমাস আগে পেয়াঁজের দামের ঝাঁঝে চোখে জল ঝরার অবস্থা হয়েছিল আমজনতার৷ পেয়াঁজ, টমেটোর পর এবার রসুন৷ অতিপ্রয়োজনীয় এই সামগ্রী দামের নিরিখে ইতিমধ্যেই রেকর্ড গডে়ছে৷ খুচরো বাজারে কেজি প্রতি রসুনের দাম ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে! অন্য বছর জানুয়ারি, ফেব্রুয়ারিতে কেজি প্রতি রসুনের দাম ৮০ থেকে ১২০ টাকার মধ্যে ঘোরাফেরা করে৷ সেখানে এবার

দিল্লি, ২১ফেব্রুয়ারি– কয়েকমাস আগে পেয়াঁজের দামের ঝাঁঝে চোখে জল ঝরার অবস্থা হয়েছিল আমজনতার৷ পেয়াঁজ, টমেটোর পর এবার রসুন৷ অতিপ্রয়োজনীয় এই সামগ্রী দামের নিরিখে ইতিমধ্যেই রেকর্ড গডে়ছে৷ খুচরো বাজারে কেজি প্রতি রসুনের দাম ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে! অন্য বছর জানুয়ারি, ফেব্রুয়ারিতে কেজি প্রতি রসুনের দাম ৮০ থেকে ১২০ টাকার মধ্যে ঘোরাফেরা করে৷ সেখানে এবার দাম দাঁড়িয়েছে কেজি প্রতি ৬০০ টাকা৷ এই মুহূর্তে ওই দুটি আনাজের দাম আয়ত্তের মধ্যে থাকলেও রসুনের দাম মাত্রাছাড়া৷ ব্যবসায়ীরা বলছেন, শেষ দু’দশকে কখনও রসুনের দাম এতটা ঊর্ধ্বমুখী হয়নি৷ প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সহ দিল্লি, লখনউ, ভোপাল, পাটনা- সহ একাধিক শহরেই কেজি প্রতি রসুনের দাম আকাশ ছোঁয়া৷

সাধারণত শীতকালের শুরু থেকেই দাম কমতে শুরু করে রসুনের৷ কারণ, এই সময় বাজারে আসে নতুন রসুন৷ কিন্তু এবার শীত পেরিয়ে গেলেও রসুনের দাম কমার কোনও লক্ষণ নেই৷ ব্যবসায়ীদের বক্তব্য, এবারে শীতকালেও বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে৷ তার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে রসুন চাষ৷ অন্যবারের তুলনায় এবারে ফলনও দেরিতে হয়েছে৷ সব মিলিয়ে নতুন রসুন এখনও বাজারে আসেনি৷ সেক্ষেত্রে নতুন রসুন বাজারে এলে দাম অনেকখানি কমবে বলেই মনে করা হচ্ছে৷