• facebook
  • twitter
Saturday, 12 July, 2025

ভারত-নেপাল সীমান্তে আটক চিনের চার নাগরিক

ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে নেপাল সীমান্তে আটক চার চিনা নাগরিক। ধৃতদের নাম - ডেন বিজোন, লি উনাঘাই, হি কিউ হেনসেন, হুবগাং লিভিং।

অপারেশন সিঁদুর শুরু হতেই দেশজুড়ে যথেষ্ঠ উত্তেজনা তৈরি হয়েছে। সেনার তরফে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে নেপাল সীমান্তে আটক চার চিনা নাগরিক। ধৃতদের নাম – ডেন বিজোন, লি উনাঘাই, হি কিউ হেনসেন, হুবগাং লিভিং। ভারতে অনুপ্রবেশের অভিযোগে বুধবার বিহারের উত্তর চম্পারন জেলার রক্সৌল মৈত্রী সেতু থেকে তাঁদের আটক করেছে এসএসবি।

বুধবার রাতে ধৃতদের বিহারের হরাইয়া থানার হাতে তুলে দিয়েছে এসএসবি। সূত্রের খবর, অভিযুক্তরা সকলেই চিনের হুনান শহরের বাসিন্দা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অনর্গল হিন্দি, নেপালি, ইংরেজি ও চিনা ভাষায় কথা বলতে সক্ষম তাঁরা। বারবার বয়ান বদল করাই স্বভাবতই তাঁদের উদ্দেশ্য নিয়ে ধন্দে তদন্তকারীরা। তাঁদের সঙ্গে থাকা দুই নেপালি মহিলাকেও আটক করেছে এসএসবি। সূত্রের খবর, পাকিস্তানের সঙ্গে ওই দুই মহিলার যোগাযোগ ছিল।

গাইড হিসেবে কাজ করছিলেন দুই নেপালি মহিলা। তাঁরাই চিনের নাগরিকদের ভারতে অবৈধ প্রবেশের রাস্তা দেখিয়ে দিচ্ছিলেন। ধৃতরা নেপাল থেকে হেঁটেই ভারতে প্রবেশ করেন। চারজনের কাছ থেকে ৮ হাজার মূল্যের চিনা নোট ও পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে হরাইয়া থানার পুলিশ। হরাইয়া থানার স্টেশন অফিসার কিষাণকুমার পাসওয়ান বলেন, ‘চার চিনা নাগরিককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভিসা ছাড়াই ভারতে প্রবেশের উদ্দেশ্য সম্পর্কে তদন্ত করা হচ্ছে।’