• facebook
  • twitter
Thursday, 20 March, 2025

ফের ক্ষমতায় ফিরলেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাস

মোদীর প্রধান সচিব হয়ে

প্রতিনিধিত্বমূলক চিত্র

সদ্য অবসর নিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাস। কিন্তু অবসরের মাত্র দুই মাসের মধ্যে নতুন দায়িত্বে ফেরালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী ঘনিষ্ঠ এই আমলাকে প্রধানমন্ত্রীর দপ্তরেই ফেরানো হয়েছে। তাঁকে প্রধানমন্ত্রীর দ্বিতীয় প্রধান সচিব পদে নিযুক্ত করা হয়েছে। শনিবার কেন্দ্রীয় সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এদিন মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি থেকে একটি বিবৃতি দিয়ে নতুন পদে শক্তিকান্তকে নিয়োগের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী যত দিন এই পদে থাকবেন ততদিন প্রধান সচিব পদে থাকবেন শক্তিকান্ত। পরবর্তী নির্দেশিকা প্রকাশিত হলে এই সিদ্ধান্তের পরিবর্তনও হতে পারে। এই আভাসও দেওয়া হয়েছে।

প্রসঙ্গত বর্তমানে প্রধানমন্ত্রীর প্রধান সচিব পদে রয়েছেন আইএএস আধিকারিক পিকে মিশ্র। তিনি ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর থেকে এই দায়িত্বে বহাল রয়েছেন। এবার সেই পদে আরও একজন নিযুক্ত হলেন। অর্থাৎ শক্তিকান্তকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় প্রধান সচিব হিসাবে নিযুক্ত করা হল।

জানা গিয়েছে, ১৯৮০ সালের তামিলনাড়ু ক্যাডারের আইএএস আধিকারিক শক্তিকান্ত দাস। তিনি ২০১৮ সালে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে নিযুক্ত হন। ছয় বছর দেশের শীর্ষ ব্যাঙ্কের শীর্ষ পদের দায়িত্ব সামলেছেন। এরপর গত ২০২৪ সালের ডিসেম্বরে অবসরগ্রহণ করেছেন। কোভিড অতিমারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আন্তর্জাতিক অর্থনীতি যখন টালমাটাল, তখন অনেক অর্থনীতিবিদ রিজার্ভ ব্যাঙ্কের তৎকালীন গভর্নর হিসাবে শক্তিকান্তের ভূমিকার প্রশংসা করেন।

উল্লেখ্য, আর্থিক বৃদ্ধির হারে গতি আনার জন্য কেন্দ্রীয় মন্ত্রীসভার একাংশ সুদ কমানোর পক্ষে মত দিয়েছিলেন। কিন্তু গভর্নর শক্তিকান্ত সেই পথে হাঁটেননি। যা নিয়ে রাজনৈতিক মহলে অনেক গুজব ছড়ায়। ধরে নেওয়া হয়, দিল্লির সরকারের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু শক্তিকান্ত এই দূরত্বের কথা কখনও প্রকাশ্যে স্বীকার করেননি। অবশেষে সেই জল্পনা উড়িয়ে শক্তিকান্ত মোদীর প্রধান সচিব পদে দায়িত্বে ফিরলেন।

এদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে আরও একটি সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। খবরে প্রকাশ, নিয়োগ সংক্রান্ত কমিটি আরও একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, কেন্দ্রের অন্যতম নীতি নির্ধারক সংস্থা নীতি আয়োগের সিইও হিসাবে বিভিআর সুব্রহ্মনিয়ামের কার্যকালের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে। তাঁকে এই পদে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বহাল রাখা হচ্ছে।