ভারত হারাল ‘ভারতরত্ন’, প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি

সােমবার বিকেল পাঁচটা ছেচল্লিশ মিনিটে প্রণব মুখার্জির মৃত্যু সংবাদ জানিয়ে টুইট করেন তাঁর পুত্র অভিজিৎ মুখােপাধ্যায়।

Written by SNS New Delhi | September 1, 2020 3:42 pm

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। (File Photo: Twitter/@CitiznMukherjee)

আগস্টের শেষ দিনে এল দুঃসংবাদ। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখােপাধ্যায়। মক্তিষ্কে রক্তক্ষণ এবং করােনার জোড়া ধাক্কায় ক’দিন ধরেই তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। শেষ পর্যন্ত হার মানতে হল পঁচাশি বছরের প্রণব মুখােপাধ্যায়কে। সােমবার বিকেল পাঁচটা ছেচল্লিশ মিনিটে তাঁর মৃত্যু সংবাদ জানিয়ে টুইট করেন প্রয়াত প্রণব মুখােপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখােপাধ্যায়। 

গত নয় আগস্ট রাতে নিজের বাড়িতে বাথরুমে পড়ে যাওয়ার পরের দিনই দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেলে ভর্তি করা হয়েছিল প্রণব মুখােপাধ্যায়কে। তখন তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছিল। হাসপাতালে ভর্তির পরই জানা যায়, তিনি করােনা আক্রান্ত। তাঁর করােনা সংক্রমণের কথা একজন দায়িত্বশীল নাগরিকের মতাে নিজেই। টুইট করে জানিয়েছিলেন প্রণবাবু। সেটাই ছিল তাঁর শেষ টুইট। এরপর দীর্ঘ একুশ দিন ভেন্টিলেশনে থাকা অবস্থায় একটু একটু করে তাঁর অবস্থার অবনতি হচ্ছিল। শেষ পর্যন্ত তাঁর জীবনদীপ নিভে গেল সােমবার। 

তাঁর মৃত্যুতে শােকপ্রকাশ করেছে গােটা দেশ। প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে সাতদিন রাষ্ট্রীয় শােকপালনের কথা ঘােষণা করল কেন্দ্রীয় সরকার। সেই মতাে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে রাষ্ট্রীয় শোক পালন। এই সময়ে ভারতের যেখানে যেখানে জাতীয় পতাকা উত্তোলিত হয়, তা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে সরকারি উদ্যোগে কোনও বিনােদনমূলক অনুষ্ঠান হবে না।

প্রণব মুখােপাধ্যায়ের মৃত্যুসংবাদ আসার পর রাজ্যের স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জানানাে হয়েছে, প্রয়াত প্রণব মুখােপাধ্যায় ছিলেন বাংলার গর্ব। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে আজ সমস্ত সরকারি অফিস বন্ধ থাকবে। তাঁর শেষকৃত্য যদি মঙ্গলবারের পরিবর্তে অন্য কোনওদিন হয়, সেদিনও রাজ্য সরকার তাঁকে শ্রদ্ধা জানানাের জন্য সিদ্ধান্ত নেবে। প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়ানে আজ পুলিশ দিবস পালন করা হচ্ছে না। ঠিক করা হয়েছে আগামী ৮ সেপ্টেম্বর পুলিশ দিবসের অনুষ্ঠান হবে। 

শােকবার্তায় কোবিন্দ, মােদি, মমতা: 

সােমবার প্রাক্তনের প্রতি শােকপ্রকাশ করেছেন বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। একাধিক টুইটে শােকপ্রকাশ করেছেন কোবিন্দ। একটিতে লিখেছেন এই দুঃসংবাদ শুনে আঘাত পেলাম। তাঁর মৃত্যুতে একটি যুগের অবসান ঘটল। আমি প্রণব মুখােপাধ্যায়ের পরিবার, বন্ধু এবং সকল দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। 

টুইটারে প্রণব মুখােপাধ্যায়ের সঙ্গে একাধিক ছবিও শেয়ার করেছেন রামনাথ কোবিন্দ। প্রণব মুখােপাধ্যায়ের মৃত্যুর পর রাজনৈতিক মহলে শােকের ছায়া নেমে আসে। শােক প্রকাশ করেন একাকি রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে রাজনীতির বাইরে থাকা বিশিষ্ট মানুষজন।

প্রণববাবুর মৃত্যুতে শােক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি। একাধিক টুইটে প্রণববাবুর প্রতি শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ভারতরত্ন প্রণব মুখােপাধ্যায়ের মৃত্যুতে শােকপ্রকাশ করছে ভারত। আমাদের দেশের উন্নয়নের গতিপ্রকৃতিতে একটি অলঙ্ঘনীয় চিহ্ন রেখে গেলেন তিনি। একজন অসাধারণ পণ্ডিত, একজন গৌরবময় রাষ্ট্রনায়ক হিসেবে রাষ্ট্রপতি ভবনকে আরও বেশি সাধারণ মানুষের ধরাছোঁয়ার মধ্যে এনেছিলেন প্রণব মুখােপাধ্যায়। রাষ্ট্রপতির বাসভবনকে শিক্ষা, উদ্ভাবন, সংস্কৃতি, বিজ্ঞান এবং সাহিত্যের কেন্দ্র করে তুলেছিলেন তিনি। রাজনীতির মূল নীতিগত বিষয়গুলি দিয়ে তাঁর বিদগ্ধ পরামর্শ আমি কোনওদিন ভুলব না।’

প্রণব মুখােপাধ্যায়ের মৃত্যুসংবাদ শােনামাত্রই আবেগের টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি পােস্টে মমতা লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে লিখতে হচ্ছে। ভারতরত্ন প্রণব মুখােপাধ্যায় চলে গেলেন। একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। দশকের পর দশক ধরে তিনি আমার কাছে পিতৃসম। প্রথমবার সাসেদ হিসেবে জেতার পর আমার সিনিয়র ক্যাবিনেট সহকর্মী থেকে মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর রাষ্ট্রপতি হয়ে ওঠার নানান স্মৃতি ভেসে আসছে আমার মনে। দিল্লিতে যাব, অথচ প্ৰণবদার সঙ্গে দেখা হবে না, এটা যেন ভাবতেই পারছি না। রাজনীতি থেকে অর্থনীতি, সব বিষয়ে অগাধ জ্ঞান ছিল তাঁর। তাঁর কাছে সদা কৃতজ্ঞ থাকব। প্রণবদাকে খুব মিস করব। অভিজিৎ এবং শর্মিষ্ঠার প্রতি সমবেদনা জানাই।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের মতােই প্রণববাবুর মৃত্যুতে শােকপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি লিখেছেন, ‘ ভারতরত্ন তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখােপাধ্যায়ের মৃত্যুতে আমি গভীরভাবে শােকাহত। একটা অধ্যায়ের শেষ হয়ে গেল। জনজীবনের এক বিশাল প্রতিমূর্তি আমাদের ছেড়ে চলে গেলেন। পক্ষপাতদুষ্ট রাজনীতির উর্ধ্বে উঠে তিনি একজন ঋষির মতাে রাষ্ট্রনেতার ভূমিকায় ভারতমাতার সেবা করে গিয়েছেন। দেশ একজন মহান নেতাকে হারাল।’ 

কংগ্রেস নেতা রাহুল গান্ধি তাঁর টুইটে লিখেছেন, ‘বাংলার রাজনীতির ক্ষুদ্র পরিসর ছাপিয়ে সর্বভারতীয় আঙিনায় অতি সহজেই বিচরণ করেছিলেন প্রণববাবু।’ রাহুল গান্ধি শােকবার্তায় লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে দেশ আজ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখােপাধ্যায়ের মৃত্যুসংবাদ শুনলাম। দেশবাসীর সঙ্গে সঙ্গে আমিও তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাই। তাঁর পরিবার, পরিজনের প্রতি আমার গভীর সমবেদনা রইল।’

রাজনীতির বাইরে থাকা ক্রীড়াজগতের তারকা বিরাট কোহলি টুইটারে লিখেছেন, এক অসাধারণ নেতাকে হারাল দেশ। প্রণব মুখােপাধ্যায়ের মৃত্যুর খবরে আমরা দুঃখিত।’ 

প্রণব মুখােপাধ্যায়ের মৃত্যুতে রাজ্যের পক্ষ থেকে শােক প্রকাশ করেছেন শিল্পপতি সঞ্জীব গােয়েঙ্কা। শােক প্রকাশ করে তিনি লিখেছেন, ভারতীয় গণতন্ত্রে বটবৃক্ষটি আজ আর রইল না। আমি সেই রাষ্ট্রনেতার প্রতি সম্মান জানাচ্ছি, তিনি একটি সাধারণ গ্রামের স্কুলপড়ুয়া থেকে শিক্ষক হয়েছিলেন। তারপর প্রশাসনের সর্বোচ্চ মহলে একজন অভিজ্ঞ আইনজ্ঞ এবং দক্ষ প্রশাসক হিসেবে সংবিধানের সর্বোচ্চ অলিন্দে পৌঁছে গিয়েছিলেন। আমার পিতা তাঁর একজন অনুরাগি ছিলেন। আমিও আমার পিতার পদানুসরণ করে তাঁর প্রতি আমার কৃতজ্ঞতা জানাই।’ 

প্রণব মুখােপাধ্যায়ের জীবনাবসানের পর আরএসপি’র রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরি শােক ও শ্রদ্ধা জানিয়ে বলেছেন, ‘সংসদীয় গণতন্ত্রে প্রণববাবু ছিলেন আলােচনার মাধ্যমে গণতন্ত্র গ্রহণের নীতির পক্ষে। সংসদের মর্যাদা রক্ষায় তিনি বিরােধীপক্ষের সহযােগিতাও গ্রহণ করেছেন।’