• facebook
  • twitter
Tuesday, 16 December, 2025

বিজেপি কর্মী খুনে গ্রেফতার কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী

বিজেপি কর্মী যােগেশ গৌড়া খুনের ঘটনায় যােগ থাকার অভিযােগে বৃহস্পতিবার সিবিআই রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিনয় কুলকার্নিকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন।

প্রতিকি ছবি (Photo: iStock)

২০১৬ সালে কর্ণাটক রাজ্যের ধরওয়াদ জেলার বিজেপি কর্মী যােগেশ গৌড়া খুনের ঘটনায় যােগ থাকার অভিযােগে বৃহস্পতিবার সিবিআই রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিনয় কুলকার্নিকে গ্রেফতার করা হয়েছে বলে এক সিবিআই আধিকারিক জানিয়েছেন।

সিবিআই সূত্রে খবর, কর্মী খুনের ষড়যন্ত্রে ভূমিকা পালনের অভিযােগে ধরওয়াদের প্রাক্তন কংগ্রেস বিধায়ক কুলকার্নিকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সিবিআই হেফাজতে নেওয়া হয়।

Advertisement

সূত্রে আরও খবর, গৌড়া বিজেপি জেলা পঞ্চায়েতের সদস্য ছিলেন। ২০১৬ সালে ১৫ জুন তাঁর জিমে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে তাঁকে খুন করে যায়। কর্ণাটক সরকারের অনুরােধে এই তদন্তকারী সংস্থা খুনের কিনারায় নেমেছে।

Advertisement

Advertisement