• facebook
  • twitter
Friday, 5 December, 2025

প্রয়াত সুষমা স্বরাজ

মঙ্গলবার হৃদরােগে আক্রান্ত হয়ে দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

সুষমা স্বরাজ (File Photo: IANS)

মঙ্গলবার হৃদরােগে আক্রান্ত হয়ে দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। ১৯৫২ সালের ১৪ ফেব্রুয়ারি হরিয়ানায় জন্মগ্রহণ করেন সুষমা স্বরাজ ।

পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে আইন পাশ করে ১৯৭৩ সালে তিনি সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। ১৯৭৭ সালে মাত্র ২৫ বছর বয়সে তিনি বিধায়ক হন। বাজপেয়ী সরকারের মাত্র ১ দিনের সরকারে তিনি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

Advertisement

২০১৪ সালে তিনি মােদি সরকারের বিদেশমন্ত্রী হন। তাঁর প্রয়াণে এক শােকবার্তায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, দেশ একজন অসম্ভব জনপ্রিয় দেশনেত্রীকে হারাল। শােকাহত মােদি বলেন, অসাধারণ নেত্রী ছিলেন সুষমা।

Advertisement

অমিত শাহ জানান, অপূরণীয় ক্ষতি হল দেশের। কংগ্রেস নেতা রাহুল গান্ধি, গুলাম নবি আজাদ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সুষমার প্রয়াণে গভীর শােক জানিয়েছেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নব্বইয়ের দশক থেকে ওঁকে চিনি। মতাদর্শ আলাদা হলেও এত ভালাে নেত্রী আর হবেন না।

Advertisement