• facebook
  • twitter
Thursday, 6 February, 2025

ডিটেনশন ক্যাম্পে আটক বিদেশিদের দেশে ফেরত পাঠানোর নির্দেশ

অসম সরকারকে তুলোধনা করল সুপ্রিম কোর্ট

ফাইল চিত্র।

ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে অসম সরকার। অবৈধ বাংলাদেশী এবং রোহিঙ্গাদের ডিটেনশন ক্যাম্পে অনির্দিষ্টকাল আটকে রাখা হচ্ছে। এই নিয়ে এবার অসম সরকারকে তুলোধনা করল সুপ্রিম কোর্ট। ‘বিদেশি’ সন্দেহে আটক এই সব ব্যক্তিদের ডিটেনশন সেন্টারে রেখে দেওয়া হচ্ছে দিনের পর দিন। মঙ্গলবার অসম সরকারের ভূমিকায় প্রচন্ড ক্ষুব্ধ হয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন করে, কেন ডিটেনশন সেন্টারে আটকে রাখা হচ্ছে ? যদি তাঁরা সত্যিই বিদেশি হন, অর্থাৎ ভারতের নাগরিক না হন, তাহলে কেন তাঁদের নিজের দেশে ফেরত পাঠানো হচ্ছে না ? অসম সরকারের কাছে শীর্ষ আদালতের প্রশ্ন, আপনারা কি ‘শুভ মুহূর্ত’ -র জন্য অপেক্ষা করছেন? মঙ্গলবার বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ স্পষ্টভাবে জানিয়েছে, কতজন অনুপ্রবেশকারীকে আটকে রাখা হয়েছে সমস্ত তথ্য আগামী দুই সপ্তাহের মধ্যে আদালতে জমা দিতে হবে।

বিদেশি বলে ঘোষিত এই আটক ব্যক্তিদের নিজেদের দেশে ফেরত না পাঠানোয় এবং অনির্দিষ্টিকালের জন্য ডিটেনশন ক্যাম্পে রাখার জন্য অসম সরকারকে তিরস্কার করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সরকারকে নির্দেশ দেয়, যত দ্রুত সম্ভব বিদেশিদের তাঁদের দেশে ফেরত পাঠাতে হবে। অসম সরকার আদালতকে জানিয়েছিল, যাঁদের আটক করা হয়েছিল তাঁদের সঠিক ঠিকানা জানা নেই বলে ফেরত পাঠানো যাচ্ছে না। জবাবে বেঞ্চ বলে, যদি ঠিকানা জানা না থাকে তাহলে আটকদের নিজের নিজের দেশের রাজধানীতে ছেড়ে দিয়ে আসা হোক। দুই সপ্তাহের মধ্যে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা ৬৩ জনকে তাঁদের নিজেদের দেশে ফেরত পাঠাতে হবে। প্রসঙ্গত, অসমের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি ডিটেনশন ক্যাম্প রয়েছে।

বেঞ্চ জানিয়েছে, ‘কাউকে বিদেশি বা অনুপ্রবেশকারী বলে ঘোষণা করলে পরবর্তীতে তাদের জন্য সঠিক পদক্ষেপ নিতে হবে। অনন্তকাল পর্যন্ত তাঁদের আটকে রাখা যাবে না। সংবিধানের ২১ অনুচ্ছেদে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে।’ বে়ঞ্চ আরও বলে, বিদেশিদের ঠিকানা জানা নেই বলে আপনারা তাঁদের ফেরত পাঠাতে পারছেন না। তাঁদের প্রত্যর্পণের কাজ শুরুই করেননি। এটা নিয়ে আমাদের চিন্তা করার প্রয়োজন কী। আপনাদের ওদের দেশে ফেরত পাঠানোই কাজ। আপনারা কি তার জন্য শুভ মুহূর্ত খুঁজছেন, প্রশ্ন সুপ্রিম কোর্টের। বিচারপতি ওকা অসমের মুখ্যসচিবকে বলেন, আপনারা তো জানেন তাঁরা কোন দেশের। তাহলে তাঁদের ঠিকানা জানার আপনাদের দরকার কি? তাঁদের নিজের দেশে পাঠিয়ে দিন, তাঁরা ঠিকানা জোগাড় করে নেবেন।

রাজ্য সরকারের তরফে হাজির থাকা কৌঁসুলিকে সুপ্রিম কোর্টের বেঞ্চ বলে, এঁদের মধ্যে কতজনকে আপনারা এ পর্যন্ত দেশে ফেরত পাঠিয়েছেন ?  সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে দু-সপ্তাহ সময় দিয়ে ডিটেনশন ক্যাম্পে আটক ব্যক্তিদের দেশে ফেরত পাঠানোর কাজ শুরু করার নির্দেশের পাশাপাশি  এ ব্যাপারে পরের শুনানির দিন সরকারকে একটি হলফনামা দাখিল করতে বলেছে।