• facebook
  • twitter
Thursday, 1 January, 2026

ভারতের ৩ মহিলাকে স্বীকৃতি, জায়গা পেলেন ফোর্বসের প্রভাবশালী তালিকায়

বিশ্বের ১০০ প্রভাবশালী মহিলাদের তালিকায় ভারতের ৩ জন। সদ্য প্রকাশিত ফোর্বস তালিকায় প্রথম জন হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

বিশ্বের ১০০ প্রভাবশালী মহিলাদের তালিকায় ভারতের ৩ জন। সদ্য প্রকাশিত ফোর্বস তালিকায় প্রথম জন হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, বাকি দু’জন এইচসিএল টেকনোলজির চেয়ারপার্সন রোশনি নাদার মালহোত্রা এবং ব্যবসায়ী কিরণ মজুমদার শ।

ফোর্বস যে তালিকা প্রকাশ করেছে, তাতে ২৮ নম্বরে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ২০১৯ সালে প্রথম মহিলা হিসাবে পূর্ণ সময়ের জন্য অর্থমন্ত্রক হাতে নিয়ে পরের নির্বাচন ২০২৪-এ জিতেও নিজের যোগ্যতায় এই পদ ধরে রেখেছেন নির্মলা। তাঁর আমলেই
বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে ভারত। আগামী ৩ বছরের মধ্যে ভারতের অর্থনীতিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম হিসাবে গড়ে তোলার লক্ষ্যমাত্রাও নিয়েছেন তিনি। অর্থমন্ত্রী হিসাবে তাঁর ভূমিকাকে স্বীকৃতি দিল বিখ্যাত এই পত্রিকা।

Advertisement

নির্মলা সীতারমন ছাড়াও আরও দুই মহিলাকে সম্মান জানাল এই পত্রিকা। তালিকার ৮১ নম্বরে রয়েছেন এইচসিএল টেকনোলজির চেয়ারপার্সন রোশনি নাদার মালহোত্রা। আর ৮২ নম্বরে রয়েছেন কিরণ মজুমদার শ। প্রযুক্তির দুনিয়ায় যথেষ্ট জনপ্রিয় নাম রোশনি। অন্যদিকে, ব্যবসায়ী কিরণ বহুদিন ধরেই ধনীতম ভারতীয়দের তালিকায় থেকেছেন। চলতি বছরের ধনীতম ভারতীয়দের মধ্যে ৯১ নম্বরে রয়েছেন তিনি। এবার জায়গা করে নিলেন ফোর্বসের প্রভাবশালী মহিলাদের তালিকাতেও।

Advertisement

চলতি বছরের ফোর্বস তালিকায় শীর্ষে আছেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন। টানা দু’বছর বিশ্বের প্রভাবশালী মহিলাদের তালিকায় শীর্ষস্থান পেলেন তিনি। দ্বিতীয় স্থানে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাঙ্কের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দে। তৃতীয় স্থানে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

Advertisement