পাক স্তুতি ফারুকের মুখে, ‘পাকিস্তানের কাছে পরমানু বোমা আছে…’

Written by SNS May 6, 2024 5:01 pm

শ্রীনগর, ৬ মে–  ভারতের বর্ষীয়ান নেতার মুখে পাকিস্তানে শক্তি স্তুতি শুনে অবাক গোটা দেশ৷ পাক অধিকৃত কাশ্মীর নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের দাবির জবাবে পাকিস্তানের হয়ে বলতে দেখা গেল ন্যাশনাল কনফারেন্স দলের নেতা ফারুক আবদুল্লাকে৷
এপ্রিলের শুরুতেই দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী, রাজু বিস্তার হয়ে ভোটের প্রচারে এসে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দাবি করেছিলেন, অদূর ভবিষ্যতেই ভারতের সঙ্গে মিশে যাবে পাক অধিকৃত কাশ্মীর৷ রাজনাথ সিং একা নন৷ এর আগে সংসদের অন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সম্প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও বলেছেন, পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ৷ এবার, কেন্দ্রীয় মন্ত্রীদের এই দাবির জবাব দিতে গিয়ে ফারুক আবদুল্লা বললেন, ‘প্রতিরক্ষা মন্ত্রী এই কথা বলে থাকলে, তিনি তা করুন৷ আমরা আটকানোর কে? কিন্ত্ত মনে রাখবেন, তারাও (পাকিস্তান) চুডি় পরে বসে নেই৷ তাদের কাছে পরমাণু বোমা আছে৷ দুর্ভাগ্যবশত, সেই পরমাণু বোমা আমাদের উপর পড়বে৷’
উল্লেখ্য, কাশ্মীর সমস্যা বিশ্বের অন্যতম স্পর্শকাতর বিষয়৷ ২০১৯ সালে পুলওয়ামায় জঙ্গি হামলার কড়া জবাব দিয়েছিল ভারত৷ পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে, আকাশপথে হামলা চালিয়ে, জইশ-ই-মহম্মদ জঙ্গিদের প্রশিক্ষণ শিবির ধ্বংস করে দিয়েছিল ভারতীয় বাহিনী৷ তারপর থেকেই ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে৷
এবারের ভোটে পাক অধিকৃত কাশ্মীরও এক অন্যতম ইসু্য হয়ে উঠেছে৷ দ্বিতীয় মোদি সরকারের সময়ই বিজেপির নেতা মন্ত্রীরা পাকিস্তানের হাতে থাকা কাশ্মীরের দখল নেওয়ার আওয়াজ তুলেছেন৷ দার্জিলিংয়ের সভার পর, রবিবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে, রাজনাথ সিং ফের বলেছেন, বর্তমানে ভারতে এত উন্নয়ন হচ্ছে, যে, পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা নিজেরাই ভারতের সঙ্গে যুক্ত হওয়ার দাবি তুলবেন৷ তিনি বলেন, ‘ভারতের শক্তি ক্রমে বাড়ছে৷ গোটা বিশ্বে ভারতের মর্যাদা বাড়ছে৷ আমাদের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে৷ এখন, পাক অধিকৃত কাশ্মীর থেকে আমাদের ভাই-বোনরা ভারতের সঙ্গে যুক্ত হওয়ার দাবি জানাচ্ছেন৷’ তিনি আরও জানিয়েছিলেন, পাক অধিকৃত কাশ্মীর ভারতের ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে৷
শুধু রাজনাথ নন, রবিবার, কটকে আয়োজিত এক আলোচনা সভায়, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, পিওকে যে ভারতেরই অংশ, এই বিষয়ে ভারতীয় সংসদে একটি অঙ্গিকারপত্রও গৃহীত হয়েছে৷ কাজেই, পিওকে ভারতের অংশ কিনা, তা নিয়ে প্রশ্নের কোনও অবকাশ নেই৷ কাশ্মীরের এই অংশ পাকিস্তানের হাতে চলে যাওয়ার দায় তিনি কংগ্রেসের উপর চাপান৷ তাঁর মতে, কংগ্রেসের অবহেলার কারণেই, পাকিস্তান কাশ্মীরের এই অংশ দখল করে নিয়েছিল৷