ধেয়ে আসছে ফণী,উড়িষ্যার পর্যটকদের জন্য স্পেশাল ট্রেন

বৃহস্পতিবার বেলা ১২টায় ট্রেনটি ছেড়ে খুরদা রোড,ভুবনেশ্বর,কটক,জয়পুর,কেওনঝাড় রোড,ভদ্রক,বালাশোর এবং খড়্গপুরে থামবে বলে রেলওয়ের তরফে জানানো হয়েছে

Written by SNS Bhubaneswar | May 2, 2019 6:42 am

উড়িষ্যায় আছড়ে পড়বে ফণী(Photo: IANS/PIB)

উড়িষ্যায় ফণীর দৌরাত্ম্যে ধ্বস অবধারিত।তাই আটকে পড়া পর্যটকদের জন্য বৃহস্পতিবার উড়িষ্যা থেকে শালিমার পর্যন্ত এক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিল ইস্ট কোস্ট রেলওয়ে।

বৃহস্পতিবার বেলা ১২টায় ট্রেনটি ছেড়ে খুরদা রোড,ভুবনেশ্বর,কটক,জয়পুর,কেওনঝাড় রোড,ভদ্রক,বালাশোর এবং খড়্গপুরে থামবে বলে রেলওয়ের তরফে জানানো হয়েছে। ট্রেনটি ভুবনেশ্বর পৌঁছবে বেলা দেড়টার সময়।

স্পেশাল ট্রেনটিতে জেনারেল এবং স্লীপারের পাশাপাশি র‍য়েছে 2A এবং 3A কামরাও।র‍য়েছে সংরক্ষিত আসনের সুবিধেও।

৩মে গোপালপুর এবং চাঁদবালিতে আছড়ে পড়তে পারে ফণী, তাই আগাম সতর্কতা নিয়ে রেলওয়ে ১০৩টি ট্রেন বাতিল করে দিয়েছে।

ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে,বিশাখাপত্তনমের ২২৫কিমি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং উড়িষ্যার ৪৩০কিমি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ফণী অবস্থান করছে।ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে তা ‘এক্সট্রিম সিভিয়ার সাইক্লোন’এ রূপান্তরিত হয়েছে।