• facebook
  • twitter
Thursday, 20 March, 2025

হরিয়ানায় চৌতালার দীপাবলির উৎসবে যোগ পাকিস্তানের প্রাক্তন মন্ত্রীর

হরিয়ানায় দীপাবলির উৎসবে যোগ দিলেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী আবদুল রেহমান খান কাঞ্জু। ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল নেতা অভয় চৌতালা আয়োজিত পার্টিতে যোগ দেন তিনি।

হরিয়ানায় দীপাবলির উৎসবে যোগ দিলেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী আবদুল রেহমান খান কাঞ্জু। ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল নেতা অভয় চৌতালা আয়োজিত পার্টিতে যোগ দেন তিনি। দলের দুই নবনির্বাচিত বিধায়ককে স্বাগত জানাতেই দীপাবলির দিন বিশেষ উৎসবের আয়োজন করা হয়। তাতেই যোগ দেন কাঞ্জু। আইএনএলডি সভাপতি তথা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালা যোগ দেন পার্টিতে।

অভয় সিং চৌতালার ছেলে অর্জুন চৌতালা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত দেবী লালের নাতি আদিত্য দেবী লাল সম্প্রতি অনুষ্ঠিত হরিয়ানা বিধানসভা নির্বাচনে জয়লাভ করেন। তাঁরা যথাক্রমে রানিয়া এবং ডাবওয়ালি আসন থেকে জয়ী হয়েছেন। শুক্রবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিত্য ও অর্জুন। বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ায় আদিত্য ও অর্জুনকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী আবদুল রেহমান খান কাঞ্জু।

কাঞ্জু বলেন, দীপাবলির দিন আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেয়েছি। আমরা হয়তো সীমান্তের ওপারে বসবাস করছি, কিন্তু অভয় এবং ওমপ্রকাশ চৌতালা আমাদের সুখ-দুঃখে সবসময় পাশে থেকেছেন। অভয় হরিয়ানার সিংহ। দীপাবলি হল আলোর উত্সব, যা অন্ধকারকে দূরে সরিয়ে দেয়। দুই দেশের মানুষ সুখে থাক, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করছি।