১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বর্তমানে চলছে এসআইআরের কাজ । এর মধ্যে মোট সাতটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআরের সময়সীমা আবার বাড়াল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদিও বাড়ানো হয়নি এই সময়সীমা। আগেই সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল কেরলে। এবার সময়সীমা বাড়ানো হল, তামিলনাড়ু, ছত্তিশগঢ়, গুজরাত, মধ্যপ্রদেশ, আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ এবং উত্তরপ্রদেশে। এসআইআরের কাজের জন্য সব থেকে বেশি সময় দেওয়া হয়েছে উত্তরপ্রদেশকে।
নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এনিউমারেশন প্রক্রিয়া শেষ করতে হবে ৪ ডিসেম্বরের মধ্যে। পরে সেই সময়সীমা আরও সাত দিন বাড়িয়েছিল কমিশন। সেই বর্ধিত সময়সীমা শেষ হয়েছে ১১ ডিসেম্বর। জানা গিয়েছে তামিলনাড়ু এবং গুজরাতকে ১৪ ডিসেম্বরের মধ্যে এনিউমারেশন প্রক্রিয়া শেষ করতে হবে। এই দুই রাজ্যে খসড়া তালিকা প্রকাশ করতে হবে ১৯ ডিসেম্বরের মধ্যে। ১৮ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশ, ছত্তিশগঢ়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে এই কাজ শেষ করতে হবে। এই রাজ্যগুলিতে খসড়া তালিকা প্রকাশ করতে হবে ২৩ ডিসেম্বর। উত্তরপ্রদেশে এনিউমারেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ২৬ ডিসেম্বর। খসড়া তালিকা প্রকাশ করতে হবে ৩১ ডিসেম্বর। কেরলের ক্ষেত্রে আগেই বাড়ানো হয়েছিল সময়সীমা। ওই রাজ্যে
Advertisement
খসড়া তালিকা প্রকাশ করতে হবে ২৩ ডিসেম্বর। পশ্চিমবঙ্গের সিইও দপ্তর সূত্রে খবর, রাজ্যে যে ভাবে এসআইআরের কাজ করা হয়েছে তাতে কাজ শেষ করতে অতিরিক্ত সময়ের প্রয়োজন নেই। তারা জানিয়েছে, পশ্চিমবঙ্গে এসআইআরের এর মূল কাজ প্রায় শেষ। তার পাশাপাশি এই রাজ্যে বিধানসভা ভোট আসন্ন। ফলে কাজ শেষ করতে অতিরিক্ত সময় নেওয়া হবে না। তারা জানিয়েছেন কমিশন দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে এসআইআরের কাজ শেষ হয়ে যাবে। সেই কারণে বাড়তি সময় দেওয়া হয়নি পশ্চিমবঙ্গকে।
Advertisement
অন্যদিকে উত্তরপ্রদেশ রাজ্যটি আয়তনে বড়। ওই রাজ্যে ভোটারের সংখ্যাও বেশি যার ফলে বিএলওদের উপর কাজের চাপও অনেকটাই বেশি। তামিলনাড়ুতে প্রাকৃতিক দুর্যোগের কারণে এবংআন্দামান ও নিকোবরে ধীর গতিতে ডিজিটাইজেশনের কাজ চলায় রাজ্যগুলির তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে বাড়তি সময় চাওয়া হয়েছিল এসআইআরের কাজ শেষ করার জন্য। রাজ্যগুলির আবেদন মেনে সাত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআরের সময়সীমা বাড়ানো হয়েছে।
গত শুক্রবার ১২টি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিল কমিশন। এসআইআরের কাজ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে। সেখানেই অতিরিক্ত সময় নিয়ে কথা হয়েছে বলে জানা গিয়েছে। ওই বৈঠকে কমিশন জানিয়েছে, এই ১২টি রাজ্যের মধ্যে এসআইআরের কাজ শেষ করতে কোনও রাজ্যের যদি অতিরিক্ত সময় লাগে তবে তা জানাতে হবে। কমিশন জানিয়েছে তারা সেই সময় দিতে রাজি।
গত ৪ নভেম্বর থেকে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল। প্রাথমিকভাবে বলা হয়েছিল, ৪ ডিসেম্বরের মধ্যে এনিউমারেশন ফর্ম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করার প্রক্রিয়া শেষ করতে হবে।
৯ ডিসেম্বর প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা এবং ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। তবে গত ৩০ নভেম্বর কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে সময়সীমা সাত দিন বাড়িয়ে দেওয়ার কথা জানানো হয়। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, এনিউমারেশন ফর্ম জমা নেওয়া এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সেই ফর্ম আপলোড করার প্রক্রিয়া শেষ করতে হবে ১১ ডিসেম্বরের মধ্যে। তার মধ্যে সেরে ফেলতে হবে বুথ ব্যবস্থাপনাও। ১২ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্য খসড়া ভোটার তালিকা প্রস্তুত করার কাজ চলবে। ১৬ ডিসেম্বর, মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে । এরপর খসড়া ভোটারতালিকা সংক্রান্ত সমস্ত অভিযোগ কমিশনকে জানাতে হবে ১৫ জানুয়ারির মধ্যে।
Advertisement



