মহুয়া ও ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকে তলব ইডি

Written by SNS March 27, 2024 6:19 pm

মহুয়া মৈত্র (File Photo: IANS)

দিল্লি, ২৭ মার্চ– ফের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে সমন পাঠাল ইডি৷ প্রশ্ন ঘুষ কাণ্ডে লোকসভা থেকে বহিষ্কৃত সাংসদ মহুয়ার সঙ্গেই এদিন ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকেও সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

সূত্রের খবর, বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত নির্দেশ লঙ্ঘনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে মহুয়া এবং ব্যবসায়ী হিরানন্দানিকে৷ ২৮ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার মহুয়াকে দিল্লিতে ইডি আধিকারিকদের সামনে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷

জানিয়ে রাখি, শিল্পপতি দর্শন হীরানন্দানির থেকে ঘুষ নিয়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগে বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে৷ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগের পরই এই সিদ্ধান্ত৷ যদিও বিষয়টি এখানেই থেকে থাকেনি৷ এই বিষয় নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ চলে সমান তালে৷ অবশেষে এথিক্স কমিটির সুপারিশের পর সাংসদ পদ চলে যায় মহুয়ার৷

এরপরই মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল৷ এরপরই গত শনিবার মহুয়ার কলকাতার ফ্ল্যাট, কৃষ্ণনগরের নির্বাচনী দফতর এবং করিমপুরে তাঁর ভাড়া বাডি়তে দফায় দফায় তল্লাশি চালায় সেন্ট্রাল বু্যরো অফ ইনভেস্টিগেশনের আধিকারিকেরা৷ সিবিআইয়ের পদক্ষেপের বিরোধিতা করে কমিশনের দ্বারস্থ হয়েছেন মহুয়া৷ এমন আবহে মহুয়াকে নোটিস ধরাল ইডি৷

প্রসঙ্গত, আগামী ৩১ মার্চ নদিয়ার কৃষ্ণনগরে মহুয়ার সমর্থনে সভা করার কথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তার আগে ইডির এই তলব ঘিরে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনেছে শাসকদল তৃণমূল৷