জল জীবন মিশন-সম্পর্কিত অর্থ পাচার মামলায় কংগ্রেস নেতা তথা রাজস্থানের প্রাক্তন মন্ত্রী মহেশ যোশীকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে ইডি। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ঘনিষ্ঠ যোশীকে বৃহস্পতিবার জয়পুরে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জিজ্ঞাসাবাদের পর ইডি আধিকারিকরা তাঁকে গ্রেপ্তার করেন। প্রসঙ্গত, যোশী গেহলটের নেতৃত্বাধীন পূর্ববর্তী কংগ্রেস সরকারের জনস্বাস্থ্য বিভাগের মন্ত্রী ছিলেন।
জল জীবন মিশন-সম্পর্কিত অর্থ পাচার মামলায় গত বছরের নভেম্বরে যোশী এবং আরও ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দায়ের করা এফআইআরে রাজস্থান অ্যান্টি করাপশন ব্যুরো তথা দুর্নীতি দমন সংস্থা দাবি করেছে যে যোশী তাঁর সরকারি ক্ষমতার অপব্যবহার করেছেন। যোশীর বিরুদ্ধে অভিযোগ, রাজস্থানে জল জীবন মিশন প্রকল্পের বাস্তবায়নে জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারদের সহযোগিতায় তিনি তহবিলের অপব্যবহার করেছিলেন।
Advertisement
কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশনের মূল লক্ষ্য হল, গৃহস্থালীর প্রয়োজনে পাইপ লাইনের মাধ্যমে নিরাপদ ও পর্যাপ্ত পানীয় জল সরবরাহ করা। এটি রাজস্থান বিভাগের একটি প্রকল্প, যেটি বাস্তবায়িত করা হচ্ছে। এই মামলার তদন্তে ইডি যোশীর বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় এবং ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একজন মধ্যস্থতাকারী এবং কয়েকজন ঠিকাদারকেও গ্রেপ্তার করে। এই অর্থ পাচার কেলেঙ্কারিতে অভিযুক্ত অন্যান্যদের মধ্যে রয়েছেন যোশীর আর্থিক উপদেষ্টা সুশীল শর্মা, চিফ ইঞ্জিনিয়ার আর কে মীনা এবং দীনেশ গোয়েল।
Advertisement
Advertisement



