• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কলকাতা লিগে খিদিরপুরের বিরুদ্ধে জয় ইস্টবেঙ্গলের।

কলকাতা:- এবারের কলকাতা লিগের প্রথম ম্যাচের পর আবারও ছন্দে ফিরেছেন ইস্টবেঙ্গলের তরুণ ফুটবলাররা। পরপর ২ ম্যাচে জয় পেল লাল-হলুদ। সোমবার পশ্চিমবঙ্গ পুলিশকে ৪-২ গোলে হারানোর পর বৃহস্পতিবার খিদিরপুরকে ২-০ গোলে হারিয়ে কলকাতা লিগে দ্বিতীয় জয় পেল ইস্টবেঙ্গল। এদিন লাল-হলুদের গোলদাতা তুহিন দাস ও শ্যামল বেসরা। ২টি গোলই অনবদ্য। ৩২ মিনিটে প্রথম গোল করেন তুহিন। মাঝমাঠ

কলকাতা:- এবারের কলকাতা লিগের প্রথম ম্যাচের পর আবারও ছন্দে ফিরেছেন ইস্টবেঙ্গলের তরুণ ফুটবলাররা। পরপর ২ ম্যাচে জয় পেল লাল-হলুদ। সোমবার পশ্চিমবঙ্গ পুলিশকে ৪-২ গোলে হারানোর পর বৃহস্পতিবার খিদিরপুরকে ২-০ গোলে হারিয়ে কলকাতা লিগে দ্বিতীয় জয় পেল ইস্টবেঙ্গল। এদিন লাল-হলুদের গোলদাতা তুহিন দাস ও শ্যামল বেসরা। ২টি গোলই অনবদ্য। ৩২ মিনিটে প্রথম গোল করেন তুহিন। মাঝমাঠ থেকে বল ধরে বিপক্ষের এক মিডফিল্ডারকে ড্রিবল করে বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল কাঁপিয়ে দেন তুহিন। শট নেওয়ার আগে তিনি শারীরিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। তারপরেও দুর্দান্ত গোল করেন তুহিন। প্রথমার্ধের শেষে ইস্টবেঙ্গল ১-০ গোলে এগিয়েছিল। ম্যাচের শেষমুহূর্তে বাঁ পায়ের দুর্দান্ত শটে গোল করে ব্যবধান বাড়ান শ্যামল। কর্নার থেকে ভেসে আসা বল ফিস্ট করে দেন খিদিরপুরের গোলকিপার প্রিয়ন্ত কুমার সিং। সেই বলেই অসাধারণ গোল করেন শ্যামল। এই ম্যাচে ইস্টবেঙ্গলের প্রথম একাদশে ছিলেন গোলকিপার মহম্মদ নিশাদ পি পি, তুহিন, শুভেন্দু মান্ডি, গুরসিমরত সিং গিল, মহম্মদ রাকিপ, সৌভিক চক্রবর্তী, সঞ্জীব ঘোষ, দীপ সাহা, আমন সি কে, কুশ ছেত্রী ও অভিষেক কুঞ্জম। পরিবর্ত হিসেবে নামেন দ্বিতীয় গোলদাতা শ্যামল। এদিন জয় পেয়ে কলকাতা প্রিমিয়ার লিগে গ্রুপ বি-র শীর্ষে লাল-হলুদ। ৩টি ম্যাচ খেলে ৭ পয়েন্ট পেয়েছে ইস্টবেঙ্গল। দ্বিতীয় স্থানে থাকা জর্জ টেলিগ্রাফও ৩টি ম্যাচ খেলে ৭ পয়েন্ট পেয়েছে। তবে গোলপার্থক্যে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে লাল-হলুদ। ভিসা সমস্যায় ইস্টবেঙ্গলের প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত, সাপোর্ট স্টাফ ও বিদেশি ফুটবলাররা এখনও কলকাতায় এসে পৌঁছতে পারেননি। তবে ভিনরাজ্যের ফুটবলাররা কলকাতায় এসে অনুশীলন শুরু করে দিয়েছেন। ডুরান্ড কাপের আগে দলের সব ফুটবলার যাতে ম্যাচ খেলার মতো ফিট হয়ে উঠতে পারেন, সেই লক্ষ্যে লাল-হলুদের টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই কলকাতা লিগে আইএসএল-এর দলে থাকা ফুটবলারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে প্রথম একাদশে রাখা হয়েছিল সার্থক গলুইকে। খিদিরপুরের বিরুদ্ধে খেলানো হল সৌভিক, গুরসিমরতকে।

Advertisement

Advertisement