• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

‘কংগ্রেসের শাসনকালে হনূমান চালিশা শোনাও অপরাধ ছিল’ – রাজস্থানের প্রচার সভা থেকে ফের কটাক্ষ মোদির 

জয়পুর, ২৩ এপ্রিল – ‘কংগ্রেস আমলে হনুমান চালিশা শোনাও অপরাধ ‘- বিরোধী দলকে নিশানা করে কড়া মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  মঙ্গলবার হনুমান জয়ন্তীতে তিনি রাজস্থানের টঙ্ক-সোয়াই মাধোপুরে প্রচারে যান। সেখানে জনসভায় কংগ্রেস জমানাকে কটাক্ষ করে তিনি বলেন, কংগ্রেস বাছাই করা কিছু মানুষের মধ্যে সম্পদ বিলিয়ে দিতে চায়।  তিনি এও বলেন, কংগ্রেস যখন সরকারে ছিল, তখন

Advertisement