• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

‘কংগ্রেসের শাসনকালে হনূমান চালিশা শোনাও অপরাধ ছিল’ – রাজস্থানের প্রচার সভা থেকে ফের কটাক্ষ মোদির 

জয়পুর, ২৩ এপ্রিল – ‘কংগ্রেস আমলে হনুমান চালিশা শোনাও অপরাধ ‘- বিরোধী দলকে নিশানা করে কড়া মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  মঙ্গলবার হনুমান জয়ন্তীতে তিনি রাজস্থানের টঙ্ক-সোয়াই মাধোপুরে প্রচারে যান। সেখানে জনসভায় কংগ্রেস জমানাকে কটাক্ষ করে তিনি বলেন, কংগ্রেস বাছাই করা কিছু মানুষের মধ্যে সম্পদ বিলিয়ে দিতে চায়।  তিনি এও বলেন, কংগ্রেস যখন সরকারে ছিল, তখন