• facebook
  • twitter
Friday, 16 January, 2026

কালাচের মাথা চিবিয়ে মরা সাপের সঙ্গেই বিছানায় ঘুম মদ্যপ যুবকের!

খাটের চারপাশে মাছি ভন ভন করছে। আর বিষধরের পাশে অকাতরে ঘুমোচ্ছেন বেঙ্কটেশ। এরপর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রতিনিধিত্বমূলক চিত্র

সাপের কামড়ে মানুষের মৃত্যুর খবর অহরহই শোনা যায়। তবে মানুষের কামড়ে সাপের মৃত্যুর খবর শুনেছেন কখনও! এরকম ঘটনা খুব একটা শোনা যায় না বললেই চলে। তবে এইরকমই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলায়। সাপটিকে শুধু কামড়ানো হয়নি, কামড়ের পর মৃত সাপটিকে পাশে নিয়ে সারারাত ঘুমিয়ে কাটিয়েছে অন্ধ্রের এক যুবক।

স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে মদ্যপ অবস্থায় নিজের বাড়িতে ঢোকেন বছর চল্লিশের বেঙ্কটেশ। বিছানায় শোয়ামাত্রই ঘুমিয়ে পড়েন। মাঝরাতে ঘুমের মধ্যে যন্ত্রণায় কঁকিয়ে ওঠেন তিনি। বিছানায় তার পাশেই শুয়েছিল বিষাক্ত কালাচ সাপ। ঘুমের মধ্যে সাপটি বেঙ্কটেশকে কামড় দেয়। এরপর রাগের চোটে সাপটিকে পাল্টা কামড়ে ধরে মাথা চিবিয়ে ফেলেন মত্ত বেঙ্কটেশ। যুবকের কামড়ে সঙ্গে সঙ্গে মারা যায় সাপটি। এরপর সাপটিকে পাশে নিয়ে সারারাত ঘুমিয়ে কাটান যুবকটি।

Advertisement

শুক্রবার সকালে বেঙ্কটেশের ঘরে ঢুকে কার্যত থ হয়ে যায় বাড়ির লোকজন। খাটের চারপাশে মাছি ভন ভন করছে। আর বিষধরের পাশে অকাতরে ঘুমোচ্ছেন বেঙ্কটেশ। এরপর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

প্রথমে স্থানীয় একটি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে তাঁর শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখে উন্নত একটি হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। বর্তমানে তিরুপতি রুইয়া হাসপাতালে যুবকের চিকিৎসা চলছে। পরিস্থিতি সঙ্কটজনক। রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Advertisement