ফের উত্তপ্ত উপত্যকা। জোড়া এনকাউন্টারে ২ জঙ্গির মৃত্যু হল উত্তর কাশ্মীরে। মঙ্গলবার সন্ধ্যায় কুপওয়ারা ও বান্দিপোরায় সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয়। মঙ্গলবার সন্ধ্যায় বান্দিপোরার কেতসুনের জঙ্গলে তল্লাশি অভিযান জানায় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথবাহিনী। এলাকায় নিরাপত্তাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গলে আত্মগোপন করে থাকা জঙ্গিরা। জওয়ানরা পাল্টা গুলি চালালে শুরু হয় উভয় পক্ষের গুলির লড়াই। পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বান্দিপোরায় এনকাউন্টারে এক জঙ্গির মৃত্যু হয়েছে। এখনও একজন জঙ্গি আত্মগোপন করে রয়েছে। তাকে খুঁজতে এলাকায় তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। তবে শেষ পাওয়া খবরে জঙ্গিরা কোন সংগঠনের সদস্য তা স্পষ্ট হয়নি।
Advertisement
Advertisement



