• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দুর্গাপুজো করুন কিন্তু উৎসব করবেন না : দিলীপ ঘােষ

রাজ্য বিজেপির কার্যালয়ে দিলীপ ঘােষ সাংবাদিক বৈঠকে বলেন, মুখ্যমন্ত্রী উৎসবের কথা বলছেন। এতে আমাদের ভয় লাগে। আমরা চাই বাংলা হােক করােনামুক্ত।

দিলীপ ঘােষ (File Photo: IANS)

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় সবাই যাতে আনন্দে থাকেন সেই পরামর্শই দিয়েছিলেন। কিন্তু এর উল্টো সুর শােনা গেল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘােষের মুখে।

শুক্রবার রাজ্য বিজেপির কার্যালয়ে দিলীপ ঘােষ সাংবাদিক বৈঠকে বলেন, মুখ্যমন্ত্রী উৎসবের কথা বলছেন। এতে আমাদের ভয় লাগে। আমরা চাই বাংলা হােক করােনামুক্ত। আপনারাও প্রার্থনা করুন, দুর্গাপুজো করুন, কিন্তু উৎসব করবেন না।

Advertisement

‘সংক্ৰমণ রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে আশঙ্কার কথা জানিয়েছেন চিকিৎসকদের একাংশ। তারা জানিয়েছে, পুজোর মধ্যে যদি ভালােভাবে নজর না দেওয়া হয় , তাহলে পুজোর পর রাজো করােনার সুনামি দেখা যেতে পারে।

Advertisement

Advertisement