• facebook
  • twitter
Monday, 15 December, 2025

দিশা রবির জামিন মঞ্জুর

দিল্লি দায়রা আদালত দিশা রবির জামিন মঞ্জুর করল। আজ দুপুরে এক লাখ করে দু’জনের ব্যক্তিগত বন্ডের বিনিময়ে তাক মঞ্জুর করা হয়।

প্রতিকি ছবি (File Photo: iStock)

দিল্লি দায়রা আদালত দিশা রবির জামিন মঞ্জুর করল। আজ দুপুরে এক লাখ করে দু’জনের ব্যক্তিগত বন্ডের বিনিময়ে তাক মঞ্জুর করা হয়। পুলিশ দিশা রবি ও তার সহযােগী নিকিতা জ্যাকোব ও শান্তনু মুলুককে খলিস্তানপন্থী গ্রুপ পােয়েটিক জাস্টিসের সঙ্গে মিলে ‘টুলকিট ডক’ তৈরির ইস্যুতে অভিযুক্ত করেছে।

পাতিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা বিচারপতি ধর্মেন্দ্র রানা জামিনের নির্দেশ দিয়ে বলেন, ‘দিশা রবির বিরুদ্ধে অত্যল্প তথ্যপ্রমাণাদির রেকর্ডের নিরিখে ২২ বছরের যুবতীকে আটকে রেখে জামিন দেওয়ার শাসন লঙঘন করার তেমন কোনও স্পষ্ট কারণ খুঁজে পেলাম না।

Advertisement

Advertisement

Advertisement