• facebook
  • twitter
Saturday, 17 January, 2026

চীন-ভারত সরাসরি বিমান পরিষেবা বাস্তবায়িত, বললেন চীনা মুখপাত্র

‘এটি শুধু দু’দেশের নাগরিকদের যাতায়াত সহজ করবে না, সেই সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার পথ খুলে দেবে।’

প্রতিনিধিত্বমূলক চিত্র

চীনা দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন, চীন ও ভারতের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ এখন বাস্তবে রূপ নিয়েছে। শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হওয়ার ফলে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করবে। এতে যাত্রীদের সময় ও খরচ দুইই সাশ্রয় হবে।’

দূতাবাসের মুখপাত্র আরও জানান, নতুন উড়ানগুলো পর্যটন, ব্যবসা ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে আরও সুবিধা বাড়াবে। তিনি বলেন, ‘এটি শুধু দু’দেশের নাগরিকদের যাতায়াত সহজ করবে না, সেই সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার পথ খুলে দেবে।’

Advertisement

বিশেষজ্ঞদের মতে, করোনা মহামারির পর দুই দেশের মধ্যে বিমান চলাচলের ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়েছিল। এবার সরাসরি বিমান চালু হওয়া দুই দেশের মধ্যে পর্যটন ও বাণিজ্যিক যোগাযোগকে ত্বরান্বিত করবে।

Advertisement

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন বিমানগুলি শিগগিরই চালু হয়ে যাবে এবং এজন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে।

Advertisement