• facebook
  • twitter
Monday, 2 December, 2024

দিল্লি বিশ্ববিদ্যালয়ে মনুসংহিতা পড়ানোর দাবি খারিজ করলেন উপাচার্য, আপত্তি ছিল বাম শিক্ষকদের

দিল্লি, ১২ জুলাই– দিল্লি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে মনুস্মৃতি পড়ানোর যে প্রস্তাব দেওয়া হয়েছে তা নাকোচ করে দিয়েছেন উপাচার্য যোগেশ সিংহ৷ দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইনের কোর্সে মনুসংহিতা বা মনুস্মৃতি পড়ানোর সুপারিশ করেছিল সংশ্লিষ্ট বিভাগ৷ তা নিয়ে আপত্তি তুলেছিল বিশ্ববিদ্যালয়ের বাম শিক্ষকদের সংগঠন সোশ্যাল ডেমোক্র্যাটিক টিচার্স ফ্রন্ট৷ উপাচার্যকে চিঠিও দিয়েছিল তারা৷ উপাচার্য যোগেশ সিংহ বিভাগীয় সুপারিশ খারিজ করে

দিল্লি, ১২ জুলাই– দিল্লি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে মনুস্মৃতি পড়ানোর যে প্রস্তাব দেওয়া হয়েছে তা নাকোচ করে দিয়েছেন উপাচার্য যোগেশ সিংহ৷ দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইনের কোর্সে মনুসংহিতা বা মনুস্মৃতি পড়ানোর সুপারিশ করেছিল সংশ্লিষ্ট বিভাগ৷ তা নিয়ে আপত্তি তুলেছিল বিশ্ববিদ্যালয়ের বাম শিক্ষকদের সংগঠন সোশ্যাল ডেমোক্র্যাটিক টিচার্স ফ্রন্ট৷ উপাচার্যকে চিঠিও দিয়েছিল তারা৷ উপাচার্য যোগেশ সিংহ বিভাগীয় সুপারিশ খারিজ করে জানিয়েছেন, আইনে কোর্সে মনুস্মৃতি পড়ানোর কোনও প্রয়োজন নেই৷
উপাচার্যের সিদ্ধান্তের বিষয়ে আইন বিভাগের প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ তবে বিভাগের তরফে আগে দাবি করা হয়েছিল সর্বসম্মতভাবে এই প্রস্তাব বিভাগীয় ফ্যাকাল্টি কাউন্সিল গ্রহণ করেছিল৷

মনুস্মৃতি বা মনুসংহিতা নিয়ে তর্ক-বিতর্ক নতুন নয়৷ এটি হল, সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহারিক অনুশাসন সম্বন্ধিত স্মৃতিগ্রন্থ৷ যা ১২টি প্রকরণে বিভক্ত৷ মনু ঋষি তাঁর স্মৃতি বা সংহিতায় এই আচরণ বিধি উল্লেখ করেছেন৷ তা নিয়ে সমাজের বিভিন্ন অংশের আপত্তির কারণ, মনুস্মৃতিতে নারীর প্রতি অসম্মান, অবমাননাকর বেশ কিছু পঙতি আছে৷ তাছাড়া জাতপাতের বিভাজনের স্বীকৃতি রয়েছে তাতে৷

দিল্লি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে মনুস্মৃতি পড়ানোর যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে এলএলবি কোর্সের প্রথম এবং ষষ্ঠ সেমিস্টারে মনুস্মৃতির কিছু অংশ যুক্ত করা হবে৷ অর্থাৎ, প্রথম বর্ষ এবং তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা তা পড়বেন৷ জিএন ঝা-এর ‘মনুস্মৃতি উইথ দ্য মনুভাষ্য অফ মেধাতিথি’ এবং টি কৃষ্ণস্বামী আইয়ারের ‘কমেন্টারি অফ মনুস্মৃতি— স্মৃতিচন্দ্রিকা’ পাঠ্যক্রমে যুক্ত করার কথা বলা হয়েছে৷ এই প্রস্তাবের বিষয়ে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল আলোচনা করবে৷

বিশ্ববিদ্যালয়ের বাম শিক্ষকদের বক্তব্য, মনুসংহিতা পড়ানো দেশের প্রগতিশীলতার সংস্কৃতি এবং সংবিধান বিরোধী পদক্ষেপ হবে৷ অন্যদিকে, হিন্দুত্ববাদীরা মনে করে, মনুসংহিতায় সনাতন ধর্মের ব্যবহারিত আচার বিচারের উল্লেখ রয়েছে৷ বিচার প্রক্রিয়ায় যেগুলির গুরুত্ব পেয়ে থাকে৷ তাই আইনের কোর্সে তৃতীয় বর্ষে এই বিষয়ে পড়ানোর সুপারিশ করেছিল ফ্যাকাল্টি কাউন্সিল৷ সেই সিদ্ধান্ত গৃহীত হবে কী হবে না সে ব্যাপারে উপাচার্য এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন কি না সে প্রশ্নও উঠেছে৷