• facebook
  • twitter
Monday, 10 November, 2025

উইন্ড স্ক্রিনে ফাটল, দিল্লি থেকে শিলংগামী বিমানের পাটনায় জরুরি অবতরণ

উইন্ড স্ক্রিনে ফাটল। পাটনায় জরুরি অবতরণ দিল্লি থেকে শিলংগামী বিমানের। এসজি ২৯৫০ বিমানটিতে প্রায় ৮০ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন।

ফাইল চিত্র

উইন্ড স্ক্রিনে ফাটল। পাটনায় জরুরি অবতরণ দিল্লি থেকে শিলংগামী বিমানের। পাটনা বিমানবন্দর সূত্রে খবর, দিল্লি থেকে শিলংগামী বিমানটি পাটনায় জরুরি অবতরণ করেছে। বলা হচ্ছে, এসজি ২৯৫০ বিমানটিতে প্রায় ৮০ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। বিমানে থাকা সবাই নিরাপদে আছে। উইন্ডস্ক্রিনে ফাটল দেখা দেওয়ায় বিমানটি জরুরি অবতরণ করে।

তথ্য অনুযায়ী, বাতাসের কারণে বিমানের উইন্ড স্ক্রিনে ফাটল দেখা দেয়। সেই কারণে বিমানটিকেপাটনা বিমানবন্দরে নামতে হয়। সকাল ৯টার দিকে বিমানটি পাটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বর্তমানে টেকনিক্যাল টিম ফ্লাইটটি তদন্ত করছে।

শিলংগামী এই ফ্লাইটটি দিল্লি থেকে সকাল ৭.০৩ মিনিটে যাত্রা শুরু করে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। সেটির ১০.০২-এ শিলং পৌঁছানোর কথা ছিল। কিন্তু পাইলট উইন্ড স্ক্রিনে একটি ফাটল লক্ষ্য করেন। সেই সময় বিমানটি পাটনার ওপর দিয়ে যাচ্ছিল। এর পরে পাইলট ট্রাফিক কন্ট্রোলকে গোটা বিষয়টি জানান। পাটনা বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চান।

বিমানবন্দরের আধিকারিকরা বিমানটিকে অনুমতি দেন। এর পর বিমানটি পাটনায় জরুরি অবতরণ করে। বিমানটি উড়তে কিছুটা সময় লাগবে। উইন্ড স্ক্রিন বদলে দেওয়া হবে বলে খবর। একই সঙ্গে টেকঅফের জন্য ডিজিসিএ থেকেও অনুমতি নিতে হবে। এর পর এই বিমানটি শিলং যাবে।