• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

আইনজীবীদের হাতে মার খেয়ে হেড অফিসের বাইরে প্রতিবাদ দিল্লি পুলিশের

প্রতিবাদী পুলিশকর্মীদের প্রশ্ন তিস হাজারির মত ঘটনায় পুলিশকে কে রক্ষা করবে?' পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়কের সঙ্গে দেখাও করতে চেয়েছেন প্রতিবাদীরা।

আইটিও'তে দিল্লি পুলিশের সদর দফতরে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ কর্মসূচি পালন করলেন পুলিশকর্মীরা। (Photo: IANS)

তিস হাজারি কোর্ট চত্বরে পুলিশ-আইনজীবী সংঘর্ষের জেরে কর্মবিরতি দিয়েছিলেন আইনজীবীদের একাংশ। এবার সদর দফতরের সামনে প্রতিবাদে সামিল হলেন পুলিশকর্মীরা।

আইটিও’তে দিল্লি পুলিশের সদর দফতরে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ কর্মসূচি পালন করলেন তারা। কারাের হাতে ‘পুলিশকে বাঁচান’ তাে কারাের হাতে লেখা ‘আমরাও তাে মানুষ’ আবার কোথায় ‘হাও ইজ দ্যা জোশ? লাে স্যার!’ প্ল্যাকার্ডে দেখা যায়।

Advertisement

প্রতিবাদী পুলিশকর্মীদের প্রশ্ন তিস হাজারির মত ঘটনায় পুলিশকে কে রক্ষা করবে?’ পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়কের সঙ্গে দেখাও করতে চেয়েছেন প্রতিবাদীরা। প্রসঙ্গ, তিস হাজারি আদালতের ঘটনার পর আহতদের দেখা করতে না গিয়ে সমালােচনার মুখে পড়েছিল দিল্লির পুলিশ কমিশনার। তবে প্রতিবাদীদের উদ্দেশ্যে আজ ‘শান্ত থাকুন’ পরামর্শ দিয়েছেন তিনি।

Advertisement

গত শনিবার তিস হাজারি আদালতের লকআপের সামনে পার্কিংকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান আইনজীবীরা। দু’পক্ষের খণ্ডযুদ্ধে আহত হন মােট ২৮ জন। ঘটনাস্থলে গুলি চলে বলেও অভিযােগ। পােড়ানাে হয় বহু গাড়িও। এরপরই মঙ্গলবার ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে সাকেত জেলা আদালতের বাইরে মােটরবাইকে বসা এক পুলিশকর্মীকে মারধর করতে দেওয়া যায় এক আইনজীবীকে।

পুলিশকর্মীর পিঠে কনুই দিয়ে মারার পাশাপাশি চড়, কিল চলতে থাকে। আশেপাশে দাঁড়িয়ে থাকা আইনজীবীরা গােটা ঘটনা দেখেছিলেন। কোনওভাবে বাইক ঘুরিয়ে পালাতে যান পুলিশকর্মী। তখন তাঁকে হেলমেট ছুঁড়ে মারেন ওই আইনজীবী।

Advertisement