• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আয়কর নিয়ে কংগ্রেসের আর্জি খারিজ দিল্লি হাই কোর্টে 

দিল্লি, ১৩ মার্চ – আয়কর সমস্যা নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েও স্বস্তি মিলল না কংগ্রেসের। ইনকাম ট্যাক্স অ্যাপেলেট ট্রাইব্যুনালের পর বুধবার দিল্লি হাই কোর্টও কংগ্রেসের আর্জি খারিজ করেছে। আয়কর দফতরের অভিযোগ, ২০১৮-’১৯ আর্থিক বছরে কংগ্রেস ২১০ কোটি টাকা আয়কর ফাঁকি দিয়েছে। টাকার অঙ্ক নিয়ে কংগ্রেসের সঙ্গে আয়কর বিভাগের আইনি লড়াই সেই সময় থেকেই চলছিল। গত ১৬ ফেব্রুয়ারি

দিল্লি, ১৩ মার্চ – আয়কর সমস্যা নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েও স্বস্তি মিলল না কংগ্রেসের। ইনকাম ট্যাক্স অ্যাপেলেট ট্রাইব্যুনালের পর বুধবার দিল্লি হাই কোর্টও কংগ্রেসের আর্জি খারিজ করেছে। আয়কর দফতরের অভিযোগ, ২০১৮-’১৯ আর্থিক বছরে কংগ্রেস ২১০ কোটি টাকা আয়কর ফাঁকি দিয়েছে। টাকার অঙ্ক নিয়ে কংগ্রেসের সঙ্গে আয়কর বিভাগের আইনি লড়াই সেই সময় থেকেই চলছিল। গত ১৬ ফেব্রুয়ারি আয়কর বিভাগ কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করে দেয়। সেগুলিতে মোট দেড়শো কোটি টাকা রয়েছে। দল অ্যাপেলেট ট্রাইব্যুনালে আর্জি জানানোর কথা বলে অ্যাকাউন্টগুলি উন্মুক্ত করার আর্জি জানালে আয়কর দফতর ফের লেনদেনের অনুমতি দিয়েছিল। বুধবার দিল্লি হাই কোর্ট জানিয়েছে, আয়কর বিভাগের পদক্ষেপ সঠিক। কংগ্রেসকে আপাতত ১০৫ কোটি টাকা বকেয়া আয়কর মেটাতে হবে। 

দলীয় সূত্রের খবর, লোকসভা ভোটের আগেই মেটাতে হবে ওই অর্থ। গত শুক্রবার আয়কর ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর কংগ্রেসের পক্ষ থেকে দশ দিন সময় চাওয়া হয়। ওই দশ দিন আগের স্থগিতাদেশ বহাল রাখার আর্জি জানিয়ে দল জানায় তারা হাই কোর্টের দ্বারস্থ হতে চায়। এখন হাই কোর্ট থেকে স্বস্তি না মেলায় লোকসভা ভোটের মুখে কংগ্রেস বড় ধরনের আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হল। লোকসভা নির্বাচনের মুখে দলের তহবিলের অবস্থা এমনিতেও শোচনীয়। সম্প্রতি দেশব্যাপী অর্থ সংগ্রহের অভিযান চালিয়ে অর্থ সংগ্রহ করছে দল।

Advertisement

বুধবারের রায়ের পর আরও আইনি রাস্তা খোলা আছে কংগ্রেসের সামনে। কিন্তু আইনি লড়াইয়ে লাভ হবে কিনা তা নিয়ে সংশয় আছে দল। আয়কর বিভাগ গতমাসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করে দিলে কংগ্রেস রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুললেও ওই বক্তব্য নিয়ে শীর্ষ নেতৃত্ব মুখ খোলেনি।

Advertisement

Advertisement