জাতীয় গড়ের থেকে তিনগুণ সংক্রমণ বেশি দিল্লিতে

দিল্লিতে কোভিড পজিটিভ সংক্রমণের হার জাতীয় গড়ের থেকে তিনগুণ বেশি। প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরেই রাজধানীতে সংক্রমণের হার উর্ধ্বমুখী।

Written by SNS Delhi | November 12, 2020 2:25 am

প্রতিকি ছবি (Photo: iStock)

করােনা বাঁধ মানছে না রাজধানীতে। দিল্লিতে কোভিড পজিটিভ সংক্রমণের হার জাতীয় গড়ের থেকে তিনগুণ বেশি। প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরেই রাজধানীতে সংক্রমণের হার উর্ধ্বমুখী। ৪ নভেম্বর যেখানে দৈনিক সংত্রমণ হয় ছয় হাজার। সেখানে এখন দৈনিক সংত্রমণ সাত হাজার ছাড়িয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দিল্লিতে এখন কোভিড পজিটিভ রেট ১৫ শতাংশ। গত সােমবার যা ছিল ১২ শতাংশ। ফলে, এক ধাক্কায় তিন শতাংশ সংক্রমণ বেড়ে যাওয়া রাজধানীর সংক্রমণের হার জাতীয় গড়ে থেকে তিন গুণ বেড়ে গিয়েছে। বর্তমানে জাতীয় গড় ৪.২ শতাংশ।

প্রসঙ্গত, দিল্লিতে করােনার তৃতীয় ঢেউ আগেই শুরু হয়ে গিয়েছিল বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার দাবি ছিল, উৎসবের মরসুমেই করােনা সংক্রমণ বেড়ে গিয়েছে। এমত অবস্থায় ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের রিপাের্ট বলেছে, শীতের কয়েক মাসে দিল্লিতে ১৫ হাজার নতুন সংক্রমণ ধরা পড়তে পারে।

এইমসের চিকিৎসকরা এ বিষয়ে জানাচ্ছে সংক্রমণ বাড়ার কারণ তিনটি। এক, মানুষ শারীরিক দূরত্ব মানছে না। এমনকি মাক্স ছাড়াই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। উৎসবের সময় মেলামেশাও বেড়েছে তাই সংক্রমণ ছড়াচ্ছে অনেকের মধ্যে। দুই, শীতের সময় তাপমাত্রার পতনও সংক্রমণের হার বাড়ার একটা কারণ। তিন, দিল্লির দূষণ।