মধ্যপ্রদেশের বান্ধবগড় জাতীয় উদ্যানে আটটি হাতির মৃত্যুর ঘটনা দ্রুত তদন্তের দাবি করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বন ও পরিবেশ মন্ত্রী জয়রাম রমেশ। দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি।মধ্যপ্রদেশের বনমন্ত্রী রামনিবাস রাওয়াত বুধবারই তদন্তের নির্দেশ দেন। এই ঘটনায় ইতিমধ্যেই একটি বিশেষ তদন্তকারী দল তথা সিট গঠন করে তদন্ত শুরু হয়েছে। দোষীদের চিহ্নিত করে তাদের কঠোর শাস্তির দাবি করেছেন রাওয়াত।দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন।