• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

পথকুকুরের কামড়ে অবহেলা, যুবকের মৃত্যু

মৃত যুবকের পরিবার জানিয়েছে, আয়াপ্পন চিকিৎসকের কাছে যেতে চাননি। এমনকী তিনি জলাতঙ্কের কোনও প্রতিষেধকও নেননি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

পথকুকুর কামড়ানোর পরে অবহেলা করেছিলেন তামিলনাড়ুর যুবক আয়াপ্পন। পেশায় তিনি একজন শ্রমিক। কন্যাকুমারীতে একটি ইমারত বানানোর কাজে গিয়েছিলেন তিন মাসের জন্য। সেখানে কাজের সময় একটি পথকুকুর তাঁকে কামড় দেয়। তারপর তোয়াক্কা না করে কাজ চালিয়ে যাচ্ছিলেন ওই যুবক।

তাঁর পরিবার জানিয়েছে, আয়াপ্পন চিকিৎসকের কাছে যেতে চাননি। জলাতঙ্কের প্রতিষেধকও নেননি। কিছু দিন পর থেকে আয়াপ্পনের জলাতঙ্কের উপসর্গ দেখা দেয়। পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকেরা জানিয়েছেন, আয়াপ্পনের অস্থিরতা বাড়ছিল। সমস্যা হচ্ছিল খাওয়াদাওয়ায়। আয়াপ্পনকে সুস্থ করে তোলার জন্য সর রকম চেষ্টা করলেও ব্যর্থ হন চিকিৎসকেরা জানিয়েছে। মৃত্যু হয় আয়াপ্পনের।

Advertisement

Advertisement

Advertisement