• facebook
  • twitter
Monday, 8 December, 2025

কুকুরের কামড়ে জখম ৫০ জনেরও বেশি, আতঙ্কে স্বরূপনগরের কাজদহ গ্রাম

হাসপাতালে ভর্তি রয়েছে ১৫ জন

প্রতিনিধিত্বমূলক চিত্র

উত্তর ২৪ পরগণার স্বরূপনগরে একই কুকুরের কামড়ে ৫০ জনেরও বেশি জখম হওয়ার ঘটনা ঘটেছে। স্বরূপনগরের কাজদহ গ্রামে এই ঘটনা ঘটায় গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালে ভর্তি রয়েছে ১৫ জন।  দ্রুত পদক্ষেপ করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকার মানুষ। গ্রামে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। 

রবিবার সকাল থেকেই কুকুরের আতঙ্কে সন্ত্রস্ত বসিরহাট মহকুমার কাজদহ গ্রাম। একের পর এক বাসিন্দারা কুকুরের কামড়ে ঘায়েল হয়েছেন। শিশু, থেকে শুরু করে বৃদ্ধ কেউ কুকুরের কামড় থেকে নিস্তার পাননি। কারও হাতে, কারও বা পায়ে এমনকি মাথাতেও কুকুর আক্রমণে জখম হওয়ার ঘটনা ঘটেছে। গ্রামবাসীরা জানান, আতঙ্কে মানুষ ঘর থেকে বের হতেই ভয় পাচ্ছেন।  একটিই কুকুর মানুষ দেখলেই আক্রমণ করছে এমনটাই জানা গেলেও একাংশের মতে, একাধিক কুকুরের কামড়ে জখম হওয়ার ঘটনা ঘটছে।
 
জানা গিয়েছে, ৫০ জনেরও বেশি আক্রান্তকে সরাপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে পুরুষ, মহিলা, শিশু-সহ এখনও ১৫ জনের বেশি চিকিৎসাধীন রয়েছেন। সরাপুল গ্রামীণ হাসপাতালের  চিকিৎসক সন্ধ্যা মণ্ডল জানান, সকলের চিকিৎসা চলছে। এই ঘটনার জেরে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। গ্রামের সব কুকুরকে টিকাকরণের জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। 

Advertisement

Advertisement