• facebook
  • twitter
Friday, 5 December, 2025

এনআইএ কর্তার পরিচয়ে প্রতারণা, ৭৩ লক্ষ টাকা লুট

বৃদ্ধ সোমবার থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, এটি সাইবার চক্রের কাজ। তদন্ত চলছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।

প্রতীকী চিত্র

এনআইএ প্রধান সদানন্দ দাতের নাম করে প্রতারণা করা হল মুম্বইয়ের এক বৃদ্ধের সঙ্গে। ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে ৭৩ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাইবার অপরাধীদের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

দাদর পূর্বের বাসিন্দা ওই ব্যক্তি এক বহুজাতিক সংস্থার প্রাক্তন শীর্ষ কর্তা। তাঁর দাবি, এক অচেনা নম্বর থেকে ফোন করে এক মহিলা নিজেকে আইপিএস অফিসার বিনীতা শর্মা বলে পরিচয় দেন। তিনি বলেন, দিল্লি পুলিশের সন্ত্রাসদমন শাখায় কর্মরত। জানানো হয়, কাশ্মীরের পহেলগাম হামলার তদন্তে তাঁর নাম জড়িয়েছে।

Advertisement

এরপর ভিডিও কলে এক ব্যক্তি নিজেকে এনআইএ প্রধান সদানন্দ দাতে বলে পরিচয় দিয়ে নানা প্রশ্ন করেন এবং জানান, বৃদ্ধের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আর্থিক তছরুপের অভিযোগও আনা হয় তাঁর বিরুদ্ধে। পরে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য চাওয়া হয়। এরপর সেগুলির মাধ্যমে ৭৩ লক্ষ টাকা তুলে নেয় প্রতারকরা।

Advertisement

বৃদ্ধ সোমবার থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, এটি সাইবার চক্রের কাজ। তদন্ত চলছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।

Advertisement