চা বিক্রি করতেন আগে। পরে বিশাল সাইবার প্রতারণা চক্রের মূল পাণ্ডা! পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ১ কোটি ৫ লক্ষ টাকা নগদ, ৩৪৪ গ্রাম সোনা, ১.৭৫ কেজি রুপো। বিহারের গোপালগঞ্জ জেলার আমেঠি খুর্দ গ্রামের ঘটনা। সেখান থেকে পাওয়া গিয়েছে, অনলাইন জালিয়াতির সঙ্গে যুক্ত অসংখ্য সামগ্রী।
পুলিশের বিশেষ দল শুক্রবার রাতে এক অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে দু’জনকে। তাঁদের নাম অভিষেক কুমার ও আদিত্য কুমার। জানা গিয়েছে, অভিযুক্ত দুই ভাই বাইরের রাজ্য থেকে এসে বিহারে সাইবার অপরাধ চক্র চালাচ্ছিল। গোপালগঞ্জের সাইবার ডিএসপি অবন্তিকা দিলীপ কুমার জানিয়েছেন, উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৮৫টি এটিএম কার্ড, ৭৫টি ব্যাঙ্ক পাসবুক, ২৮টি চেকবই, একাধিক আধার কার্ড, দুটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন ও একটি লাক্সারি গাড়ি।
Advertisement
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, মূল অভিযুক্ত অভিষেক কুমারের আগে একটি ছোট চায়ের দোকান ছিল। পরে সাইবার প্রতারণা চক্রে যোগ দেন। এর পর দুবাই গিয়ে সেখান থেকে চক্রটি পরিচালনা করতেন। ভাই আদিত্য ভারতে টাকা লেনদেন ও লাভ-লোকশানের বিষয়টি দেখতেন। পুলিশের ধারণা, এই চক্রের জাল কেবল বিহারে নয়, দেশের একাধিক রাজ্যে ছড়িয়ে আছে। পুলিশ ইতিমধ্যে দুই অভিযুক্তকে দু’দিন ধরে জেরা করেছে এবং বাজেয়াপ্ত ল্যাপটপ ও মোবাইল থেকে তথ্য উদ্ধারের চেষ্টা করছে, যাতে চক্রের আরও সদস্যদের খোঁজ পাওয়া যায়।
Advertisement
Advertisement



