• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

দিল্লিতে বিউটি পার্লারে দুষ্কৃতী হামলা, গুলিতে মৃত ২

দিল্লি, ১০ ফেব্রুয়ারি: বিউটি পার্লারে দুষ্কৃতী হামলা। রাজধানী দিল্লির বুকে ঘটেছে এই হিংসাত্মক ঘটনা। পশ্চিম দিল্লির নজফগড় এলাকার ওই বিউটি পার্লারে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় আততায়ীরা। ঘটনায় প্রাণ হারালেন দুই ব্যক্তি। গুলি করার পর চম্পট দেয় ওই দুই অভিযুক্ত। এই ঘটনায় মৃতদের নাম সোনু ও আশীষ। পার্লারের সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই

দিল্লি, ১০ ফেব্রুয়ারি: বিউটি পার্লারে দুষ্কৃতী হামলা। রাজধানী দিল্লির বুকে ঘটেছে এই হিংসাত্মক ঘটনা। পশ্চিম দিল্লির নজফগড় এলাকার ওই বিউটি পার্লারে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় আততায়ীরা। ঘটনায় প্রাণ হারালেন দুই ব্যক্তি। গুলি করার পর চম্পট দেয় ওই দুই অভিযুক্ত। এই ঘটনায় মৃতদের নাম সোনু ও আশীষ।

পার্লারের সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই রক্তাক্ত ঘটনা। ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি হাঁটু মুড়ে মেঝেতে বসে রয়েছেন। তাঁকে প্রাণে না মারার জন্য কাকুতি-মিনতি করছেন। কিন্তু দুষ্কৃতীরা তাঁর আবেদনে কোনও কর্ণপাত করল না। কোনও মায়াদয়া না করেই ওই ব্যক্তির মাথায় গুলি চালিয়ে দেয়। সঙ্গে সঙ্গে রক্তাক্ত হয়ে যায় ঘটনাস্থল। মাটিতে লুটিয়ে পড়েন আক্রান্ত ব্যক্তি। এরপরই সঙ্গে সঙ্গে চম্পট দেয় দুষ্কৃতীরা। তদন্তকারীরা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত আক্রোশ থেকেই এই গুলি চালানো হয়েছে।

Advertisement

Advertisement

Advertisement