৪০ থেকে ৯৩ পেঁৗছাল ভারতের দুর্নীতি,  বলছে ‘রেজাল্ট’  

Written by SNS January 31, 2024 4:32 pm

ওয়াশিংটন, ৩১ জানুয়ারি– দূর্নীতি নয় এমন দেশ পাওয়া দায়৷ বিশ্বের সমস্ত দেশেই কম-বেশি দুর্নীতি রয়েছে৷ সে ভারতই হোক বা আমেরিকা৷ সেই দূর্নীতির হালহকিকতই এবার প্রকাশ্যে আনল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ইনডেক্স৷
মঙ্গলবার প্রকাশ করা হল বিশ্বের সবথেকে বেশি ও কম দুর্নীতিগ্রস্ত দেশগুলির তালিকা৷ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তরফে প্রকাশিত ২০২৩ সালের কোরাপশন পারসেপশন ইনডেক্সের তথ্যে দুর্নীতিগ্রস্থ দেশগুলির তালিকা তৈরি করা হয়েছে৷ তালিকায় দেখা গিয়েছে, সবথেকে কম দুর্নীতিগ্রস্ত দেশ হল বিশ্বের সমথেকে সুখি দেশ ডেনমার্ক৷ আর সবথেকে দুর্নীতিগ্রস্ত দেশ হল সোমালিয়া৷

মোট ১৮০টি দেশের উপরে সমীক্ষায় সিপিআই শূন্য থেকে ১০০-র  র্যাঙ্কিং তৈরি করেছে৷ শূন্য হল সবথেকে দুর্নীতিগ্রস্ত ও ১০০ হল দুর্নীতিমুক্ত৷  বিশ্ব ব্যাঙ্ক, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সহ নানা সংস্থা থেকে তথ্য সংগ্রহ করে এই তালিকা তৈরি করা হয়েছে৷ বিশ্বের সবথেকে দুর্নীতিগ্রস্ত দেশ-দুর্নীতির তালিকায় শীর্ষে রয়েছে সোমালিয়া৷ তার র্যাঙ্কিং ১১৷ তারপরই রয়েছে ভেনেজুয়েলা, সিরিয়া, দক্ষিণ সুদান৷ তালিকায় এরপরে রয়েছে ইয়েমেন৷  এই সমস্ত দেশেই দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে৷ দেশের অভ্যন্তরীণ সঙ্কট, সশস্ত্র অভিযানের কারণে দেশের পরিকাঠামো ভেঙে পডে়ছে৷ তালিকায় রয়েছে উত্তর কোরিয়ার নামও৷ সবথেকে কম দুর্নীতিগ্রস্ত দেশ-সবথেকে কম দুর্নীতির তালিকায় শীর্ষে রয়েছে ডেনমার্ক৷ তার র্যাঙ্কিং ৯০৷ এই নিয়ে ষষ্ঠবার দুর্নীতিমুক্ত দেশের তালিকায় শীর্ষ স্থান দখল করল ডেনমার্ক৷ ডেনমার্কের সুষ্ঠ বিচারব্যবস্থাকেই এর জন্য কৃতিত্ব দেওয়া হয়েছে৷ প্রসঙ্গত, বিশ্বের সবথেকে সুখী দেশও ডেনমার্ক৷

দুর্নীতিমুক্ত দেশগুলির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড (৮৭)৷ তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড (৮৫)৷ এরপরে রয়েছে নরওয়ে (৮৪), সিঙ্গাপুর (৮৩), সুইডেন (৮২), সুইৎজারল্যান্ড (৮২), নেদারল্যান্ড (৭৯), জার্মানি (৭৮) ও লাক্সেমবার্গ (৭৮)৷  দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছে ভারতের নামও৷ তবে অনেকটাই পিছনে৷ ৩৯ স্কোর নিয়ে দুর্নীতিগ্রস্থ দেশের তালিকায় ৯৩ তম স্থানে রয়েছে ভারতের নাম৷ ২০২২ সালে দুর্নীতিতে ভারতের স্কোর ছিল ৪০, র্যাঙ্ক ছিল ৮৫৷ পাকিস্তানের স্কোর ২৯, শ্রীলঙ্কার স্কোর ৩৪৷