করোনায় নাজেহাল সোনিয়ার নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ

রাজধানীর এক হাসপাতালে ভর্তি রয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি। করোনা আক্রান্ত হওয়ার পর তাঁর অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল।

Written by SNS Delhi | June 18, 2022 10:00 am

রবিবার থেকেই রাজধানীর এক হাসপাতালে ভর্তি রয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি। করোনা আক্রান্ত হওয়ার পর তাঁর অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল। নাক দিয়ে প্রচুর পরিমাণে রক্ত বেরোচ্ছিল।

এরপরই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার কংগ্রেসের তরফে এই কথা জানান হয়েছে।

দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এদিন জানিয়েছেন করোনা সংক্রমণ ধরা পড়ার পর ১২ জুন থেকেই দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৫ বছর বয়সী সোনিয়া গান্ধি।

কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, করোনা পরবর্তী অন্যান্য উপসর্গের পাশাপাশি শ্বাসযন্ত্রে ইনফেকশনের চিকিৎসা চলছে সোনিয়া গান্ধির। তাঁর শারীরিক অবস্থার উপর সর্বক্ষণ নজর রাখছেন চিকিৎসকরা।

কংগ্রেস সভানেত্রীর পুত্র রাহুল গান্ধি এবং তার কন্যা প্রিয়াঙ্কা গান্ধি সর্বক্ষণ তাঁর সঙ্গে আছেন বলে জানা গিয়েছে।

সোনিয়ার শারীরিক অবস্থার কথা বিচার করে রাহুল গান্ধি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির ডিরেক্টরের কাছে অনুরোধ করেছেন ন্যাশনল হেরাল্ড সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় পরবর্তী হাজিরার দিন পরিবর্তন করার জন্য।

উল্লেখ্য, তিন দিনে প্রায় ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে রাহুলকে জেরা করেন ইডির তদন্তকারী অফিসাররা।