• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা প্রত্যাহার, অনুমিত দিল না অ্যাটর্নি জেনারেল

বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননা মামলা করার অনুমতি পেল না মামলাকারী সংগঠন। অ্যাটর্নি জেনারেল অনুমতি দিলেন না। মামলা প্রত্যাহারের জন্য শীর্ষ আদালতে আবেদন জানায় সংশ্লিষ্ট সংগঠন

বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননা মামলা করার অনুমতি পেল না মামলাকারী সংগঠন। অ্যাটর্নি জেনারেল অনুমতি দিলেন না। মামলা প্রত্যাহারের জন্য শীর্ষ আদালতে আবেদন জানায় সংশ্লিষ্ট সংগঠন। সেই অনুমতি দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালত অনুমতি দেওয়ার পর বৃহস্পতিবার মামলা প্রত্যাহার করা হয়।

প্রধান বিচারপতি বি আর গাভাই মামলাকারী আইনজীবীর উদ্দেশে এর আগে বলেছিলেন, ‘কোর্টকে রাজনীতির জায়গা করবেন না। রাজনৈতিক যুদ্ধ অন্যত্র করুন।’ দেশের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি ক্রিমিনাল কনটেম্পটের জন্য অনুমতি দেননি বলে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে জানায় মামলাকারী সংগঠন। এর পরেই মামলাকারী প্রত্যাহারের অনুমতি দেন শীর্ষ আদালত।

Advertisement

গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ এসএসসি মামলার রায় ঘোষণা করে। ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। ফলে চাকরি যায় প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর। ওই দিন দেশের শীর্ষ আদালতের রায় নিয়ে মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্যের জন্য মামলা করেছিল ‘আত্মদীপ’ নামে একটি সংগঠন। বৃহস্পতিবার সেই মামলার অনুমিত দিলেন না অ্যাটর্নি জেনারেল।

Advertisement

Advertisement