বৃহস্পতিবার টুইটারের ‘ট্রেন্ডিং’ তালিকায় সকাল থেকেই উপরের দিকে রয়েছে হ্যাশট্যাগ ‘দিদি আ রহি হ্যায়’। এই ‘দিদি’ বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় নন, ‘দিদি’ প্রিয়াঙ্কা গান্ধি। যিনি এআইসিসি-র তরফে উত্তরপ্রদেশের দায়িত্বে রয়েছেন।
যােগী আদিত্যনাথ শাসিত রাজ্যে আগামী বছরের গােড়ায় বিধানসভা ভােট। সেই ভােটে ‘দিদি’ প্রিয়াঙ্কাকেই মুখ হিসেবে চাইছেন রাজ্যের কংগ্রেস কর্মীরা। নেটনাগরিকদের একাংশ বলতেও শুরু করে দিয়েছে, উত্তরপ্রদেশে প্রিয়াঙ্কাকে বিরােধী শিবিরের মুখ করা হলে নির্বাচনে বিজেপির হার নিশ্চিত।
Advertisement
টুইটারে উত্তরপ্রদেশে প্রিয়াঙ্কাকে কংগ্রেসের ‘মুখ’ হিসেবে দেখতে চেয়ে অনেকেই অনেক কিছু লিখেছেন। কেউ লিখছেন, রাস্তায় নেমে আমাদের সঙ্গে আমাদের পাশে থেকে লড়াইয়ে অংশ নিতেই আসছেন আমাদের মেয়ে।
Advertisement
আবার কেউ লিখেছেন , ‘যােগীর লঙ্কা জ্বালাতে আসছেন প্রিয়াঙ্কা। কিন্তু সব ছাপিয়ে ‘ট্রেন্ডিং’ হ্যাশট্যাগ ‘দিদি আ রহি হ্যায়’।
আগামী বছর মার্চে যােগীরাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার একটা সম্ভা রয়েছে বলে সে রাজ্যের রাজনীতির কারবারিরা মনে করছেন। সেই সূত্রেই ভােটের জন্য তােড়জোড় শুরু করেছে কংগ্রেস। শুক্রবারই তিন দিনের লখনউ সফরে যাচ্ছেন উত্তরপ্রদেশে কংগ্রেসের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত প্রিয়াঙ্কা।
কংগ্রেসের একাংশ মনে করছে, নির্বাচনের আগে দলের প্রস্তুতি খতিয়ে দেখতেই গান্ধি পরিবারের সদস্যার এই সফর। প্রিয়াঙ্কার সফরের খবর জানাজানি হতে সে রাজ্যের কংগ্রেস কর্মী-সমর্থকদের মনােবল বেড়েছে বলেই মনে করছে এআইসিসি।
সূত্রের দাবি, বিধানসভা ভােট পর্যন্ত উত্তরপ্রদেশেই থাকতে পারেন প্রিয়াঙ্কা। গােটা রাজ্য জুড়ে দলীয় কর্মীদের চাঙ্গা করতে জেলায় জেলায় ঘুরে প্রচারে অংশ নেবেন তিনি। ইতিমধ্যেই মূল্যবৃদ্ধি, বেকারত্ব, জঙ্গল-রাজের মতাে বিষয় নিয়ে উত্তরপ্রদেশে সরব হওয়া শুরু করেছে কংগ্রেস ।
Advertisement



