কর্নেল সোফিয়া কুরেশিকে ঘিরে বিতর্কিত মন্তব্য করায় প্রবল রাজনৈতিক বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ। সেই মন্তব্যকে কেন্দ্র করে কড়া প্রতিক্রিয়া দিয়েছে রাজ্য কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়ে দিয়েছেন, রাজ্যের প্রতিটি থানায় বিজয় শাহর বিরুদ্ধে এফআইআর দায়ের করবেন কংগ্রেস কর্মীরা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই অভিযোগ দায়েরের কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি জম্মু-কাশ্মীরের পহেলগামে সেনা জওয়ানদের ওপর জঙ্গি হামলার পাল্টা জবাব দেয় ভারত। ৭ মে ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা ও বায়ুসেনা। ওই অভিযানের কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ব্যোমিকা সিং। নারীশক্তির এই দৃঢ় উপস্থিতিকে দেশজুড়ে প্রশংসা করা হয়।
এই পরিস্থিতিতেই বিতর্কিত মন্তব্য করেন বিজেপি মন্ত্রী বিজয় শাহ। তিনি বলেন, ‘ওরা আমাদের হিন্দু ভাইদের ধর্ম যাচাই করে মেরেছে, তাই মোদিজি ওদের সম্প্রদায়ের বোনকে পাঠিয়েছেন ওদের শিক্ষা দিতে।’ যদিও কর্নেল সোফিয়ার নাম উল্লেখ করেননি তিনি, তবুও তাঁর কথার ইঙ্গিত স্পষ্ট ছিল বলেই দাবি বিরোধীদের। পরে অবশ্য বিতর্ক বাড়লে বিজয় শাহ বলেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে এবং তিনি কর্নেল কুরেশির কাছে ক্ষমা চাইতেও প্রস্তুত।
তবে ততক্ষণে বিতর্কের আগুন ছড়িয়ে গিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ শুরু হয়ে গিয়েছে। সেই প্রতিবাদ ছড়িয়ে পড়েছে বাংলাতেও। কংগ্রেসের দাবি, এই ধরনের মন্তব্য শুধুমাত্র সেনার মনোবল ভাঙে না, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকেও প্রশ্নের মুখে ফেলে। তাই এমন মন্তব্যের কড়া আইনি জবাব দিতেই তারা পথে নামছে।
প্রসঙ্গত, এই বিষয়ে সুপ্রিম কোর্টও বিজেপি নেতার মন্তব্য নিয়ে কড়া ভাষায় অসন্তোষ জানিয়েছে। সবমিলিয়ে, দেশরক্ষার এক অন্যতম মুখ হয়ে উঠেছেন কর্নেল সোফিয়া কুরেশি। তাঁকে নিয়ে করা মন্তব্য ঘিরে এখন দেশের রাজনীতি উত্তাল।