বৈঠকে গড়হাজির থেকে রাহুলের যাত্রাকে কটাক্ষ তৃণমূলের

Written by SNS February 2, 2024 6:30 pm

দিল্লি, ২ ফেব্রুয়ারি– রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গে প্রবেশ করতেই কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে ফাটল আরও বড় আকার ধারণ করল৷ অন্তর্বর্তী বাজেটের পরের দিনই কংগ্রেস প্রেসিডেন্ট খাড়গের ডাকা বৈঠকে গরহাজির তৃণমূল৷ সংসদে কংগ্রেসের সঙ্গে দূরত্ব রাখার ইঙ্গিত অবশ্য আগেই দিয়েছিল তৃণমূল৷ অন্যদিকে, ন্যায় যাত্রা নিয়ে রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ আক্রমণ করলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ রাহুলের যাত্রাকে ‘অন্যায় যাত্রা’ অ্যাখ্যা দিয়েছেন তিনি৷ তৃণমূলের দুই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন দিল্লিতে থাকলেও তাঁরা জাননি কংগ্রেসের ডাকা বৈঠকে৷
সর্বভারতীয় স্তরে বিজেপিকে হারাতে যে জোট গত বছর হয়েছিল, এই বৈঠকে হাজির না থাকা সঙ্গে রাহুলকে কটাক্ষ করার ঘটনায় তার ঐক্যে ফাটল যেন ক্রমশই চওড়া হচ্ছে৷
তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বৈঠকে হাজির না থাকার প্রসঙ্গে বলেছেন, “আমাদের সঙ্গে মতবিরোধের বিষয় চলছে৷ সিপিএম, রাজ্য কংগ্রেসের ভূমিকা নিয়ে৷ সেগুলি আগে নির্ধারিত হোক৷ তার পর পরবর্তী পদক্ষেপের কথা ভাবা যাবে৷” পশ্চিমবঙ্গে রাহুলের ন্যায় যাত্রাকে কটাক্ষ করে সুদীপ বলেছেন, “রাহুল গান্ধী ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গে প্রবেশ করার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে নেওয়া উচিত ছিল৷ সেটা করেননি৷ ন্যায় যাত্রা অন্যায়ে পরিণত হয়েছে৷”