• facebook
  • twitter
Friday, 5 December, 2025

হাসপাতালে ভর্তি মল্লিকার্জুন খাড়গে, বসানো হল পেসমেকার

শ্রীনিবাস সামাজিক মাধ্যমে লেখেন, ‘আমাদের কংগ্রেস সভাপতির দ্রুত আরোগ্য কামনা করছি। শিগগিরই পূর্ণ শক্তিতে তাঁকে দেখতে চাই।’

প্রতিনিধিত্বমূলক চিত্র

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বুধবার সকালে তাঁকে বেঙ্গালুরুর এমএস রামাইয়া হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে তাঁর শরীরে পেসমেকার বসানো হয়েছে। বর্তমানে ৮৩ বছর বয়সি এই বর্ষীয়ান নেতার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

খাড়গের ছেলে এবং কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে জানান, মঙ্গলবার থেকে জ্বর ও অতিরিক্ত ক্লান্তিতে ভুগছিলেন কংগ্রেস সভাপতি। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষার পর হৃদ্‌যন্ত্রের সমস্যার জন্য পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। তিনি বলেন, ‘চিকিৎসকের পরামর্শে বাবার শরীরে পেসমেকার বসানো হয়েছে। আপাতত তিনি সুস্থ এবং স্থিতিশীল আছেন।’

Advertisement

খবর প্রকাশ্যে আসতেই কংগ্রেস নেতা শ্রীনিবাস বিবি-সহ দলের একাধিক নেতা খাড়গের দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠান। শ্রীনিবাস সামাজিক মাধ্যমে লেখেন, ‘আমাদের কংগ্রেস সভাপতির দ্রুত আরোগ্য কামনা করছি। শিগগিরই পূর্ণ শক্তিতে তাঁকে দেখতে চাই।’

Advertisement

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে জম্মু-কাশ্মীরে কাঠুয়ার এক সভায় বক্তৃতা চলাকালীন হঠাৎ শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন খাড়গে। তিনি মঞ্চেই প্রায় অজ্ঞান হয়ে পড়েছিলেন। পরে কংগ্রেস কর্মীরা তাঁকে উদ্ধার করেন। ওই ঘটনার পর বিজেপিকে কটাক্ষ করে খাড়গে বলেছিলেন, ‘মোদী ক্ষমতাচ্যুত না হওয়া পর্যন্ত আমি বেঁচে থাকব।’

Advertisement