আপনারা রামকে ‘কালো’ করে দিলেন! প্রশ্ন তুলে বিতর্কের মুখে কংগ্রেস বিধায়ক

Written by SNS February 7, 2024 5:49 pm

দেহরাদুর, ৭ ফেব্রুয়ারি– ‘বইয়ে পড়েছিলাম আমাদের রামের গায়ের রং শ্যামলা ছিল৷ কিন্ত্ত আপনারা তাঁকে কালো করে দিলেন কেন?’ এবার কষ্টিপাথরে তৈরি রামলালার মূর্তি নিয়ে বিতর্ক শুরু হল দেবভূমি উত্তরাখণ্ডে৷ বুধবার অভিন্ন দেওয়ানি বিধি বিল নিয়ে আলোচনা চলাকালীন এমন প্রশ্ন করেই বিতর্কের মুখে উত্তরাখণ্ডের কংগ্রেস বিধায়ক আদেশ সিং চৌহান৷
মঙ্গলবার উত্তরাখণ্ড বিধানসভায় পেশ হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি বিল৷ বুধবার সেই নিয়ে আলোচনা চলাকালীনই অযোধ্যার রামমন্দির উদ্বোধনের প্রসঙ্গ উল্লেখ করেন কংগ্রেস বিধায়ক৷ তিনি বলেন, “রামমন্দিরের উদ্বোধনকে স্বাগত জানাচ্ছি আমরা৷ কিন্ত্ত বইয়ে পড়েছিলাম আমাদের রামের গায়ের রং শ্যামলা ছিল৷ কিন্ত্ত আপনারা তাঁকে কালো করে দিলেন কেন?” এই কথার পরেই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় উত্তরাখণ্ড বিধানসভা৷ রাজ্যের অর্থমন্ত্রী প্রেম চাঁদ আগরওয়ালের তোপ, ভোটব্যাঙ্কের জন্য ভগবান রামের নামেও নিন্দা করছে কংগ্রেস৷
বচসায় জড়িয়ে পড়েন কংগ্রেস বিধায়কও৷ পালটা জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন উত্তরাখণ্ডের বিজেপি বিধায়করা৷ রাজ্যের অর্থমন্ত্রী বলেন, “ভগবান রামকে নিয়ে এসব কথা বলছেন আপনি৷ ভোট পাওয়ার জন্য যা খুশি বলতেই পারেন, কিন্ত্ত অনুরোধ করব এমন মন্তব্য করবেন না৷ কংগ্রেস কি তোষণ আর ভোটব্যাঙ্কের রাজনীতি ছাড়া কিছুই করতে পারে না?” উল্লেখ্য, কষ্টিপাথর দিয়ে তৈরি হয়েছে রামলালার মূর্তি৷ মাইসুরুর শিল্পী অরুণ যোগীরাজের তৈরি মূর্তিটি স্থান পেয়েছে অযোধ্যার রামমন্দিরে৷