• facebook
  • twitter
Thursday, 12 December, 2024

ফের বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বৃদ্ধি 

দিল্লি, ১ মার্চ – লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে আবার বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। ফলে আবার ধাক্কা ক্ষুদ্র খাবার ব্যবসায়ীদের। এর প্রভাব পড়বে সাধারণ মানুষের উপরও। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার তরফে জানানো হয়েছে, দেশের বিভিন্ন শহরে আলাদা মাত্রায়  দাম বেড়েছে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের। কলকাতায় যেমন ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ২৫ টাকা। চেন্নাইয়ে ১২.৫

দিল্লি, ১ মার্চ – লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে আবার বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। ফলে আবার ধাক্কা ক্ষুদ্র খাবার ব্যবসায়ীদের। এর প্রভাব পড়বে সাধারণ মানুষের উপরও। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার তরফে জানানো হয়েছে, দেশের বিভিন্ন শহরে আলাদা মাত্রায়  দাম বেড়েছে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের। কলকাতায় যেমন ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ২৫ টাকা। চেন্নাইয়ে ১২.৫ টাকা বেড়েছে দাম। নতুন দাম কার্যকর হচ্ছে শুক্রবার থেকেই। অর্থাৎ কলকাতায় ১৯ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে এখন খরচ হবে ১,৯১১ টাকা। দিল্লিতে ১৯ কেজির সিলিন্ডার ১,৭৯৫ টাকায় পাওয়া যাবে।

ফের বাড়ল বাণিজ্যিক গ‌্যাসের দাম। সাধারণভাবে হোটেল- রেস্তোরাঁ  ও ক‌্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ‌্যাস ব‌্যবহার করা হয়। বাজার যখন উর্দ্ধমুখী তখন আবার একদফা  বাণিজ্যিক রান্নার গ্যাসের কম বাড়ল। এর প্রভাব পড়বে হোটেল- রেস্তোরাঁর খাবারের দামের উপর। এই দামবৃদ্ধির জন্য সাধারণ মানুষের উপরও পরোক্ষ চাপ বাড়বে। পাশাপাশি চাপে পড়বেন এলপিজি গাড়ির মালিকরাও।

তবে আশার কথা হল, বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও ১৪.২ কেজির গৃহস্থালির গ্যাসের দাম ৯২৯ টাকাই রয়েছে। গত বছর সেপ্টেম্বর এবং অক্টোবরের শুরুতে দু’বার বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল। গত ১৬ নভেম্বর সেই দাম ৫৭.৫০ টাকা কমে যায়। লোকসভা নির্বাচনের মুখে  ফের বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় চাপের্ মুখে মোদি সরকার।