• facebook
  • twitter
Friday, 22 August, 2025

সামান্য কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম

সামান্য কমল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। সিলিন্ডারপিছু ২৪ টাকা কমেছে দাম। কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১৮২৬ টাকা।

ফাইল ছবি

সামান্য কমল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। সিলিন্ডারপিছু ২৪ টাকা করে কমেছে দাম। কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮২৬ টাকা। এই নিয়ে পরপর তিন মাস বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমল। এর আগে মে মাসে সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম কমেছিল ১৪.৫০ টাকা। এপ্রিল মাসে তা কমেছিল ৪১ টাকা। রেস্তোরাঁ, হোটেল-সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার। তবে গৃহস্থালির কাজে ব্যবহৃত ১৪ কেজি সিলিন্ডারের দাম কমেনি।

দেশের রাজধানী নয়াদিল্লিতে বাণিজ্যিক গ্যাসের প্রতি সিলিন্ডারের দাম হয়েছে ১৭২৩ টাকা। মুম্বইয়ে প্রতি সিলিন্ডারের দাম ১৬৭৪ টাকা। চেন্নাইয়ে প্রতি সিলিন্ডারের দাম ১৮৮১ টাকা। ১ জুন থেকে অ্যাভিয়েশন টার্বাইন ফুয়েল (এটিএস)-এর দামও কমেছে। বিমানের জন্য ব্যবহৃত হয় এই ধরনের জ্বালানি। প্রতি কিলোলিটার এটিএস-এর দাম কমেছে ২৪১৪ টাকা বা ২.৮২ শতাংশ। এর জেরে নয়াদিল্লিতে এটিএস-এর প্রতি কিলোলিটারের দাম হয়েছে ৮৩ হাজার ৭২ টাকা। মুম্বইয়ে প্রতি কিলোলিটার এটিএস-এর দাম ৭৭ হাজার ৬০২ টাকা। কলকাতায় প্রতি কিলোলিটার এটিএস-এর দাম ৮৬ হাজার ৫২ টাকা।

বাণিজ্যিক গ্যাস এবং এটিএস-এর দামে পরিবর্তন এলেও দেশে পেট্রল ও ডিজেলের দাম একই রয়েছে। গত বছর মার্চ মাস থেকেই এর দামে পরিবর্তন হয়নি। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার সঙ্গে সঙ্গেই দেশের বাজারেও পেট্রোলিয়াম পণ্যের দাম পরিবর্তিত হয়। তার ভিত্তিতে প্রতি মাসের ১ তারিখ গ্যাসের দাম নির্ধারণ করা হয়। বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও ডোমেস্টিক এলপিজির দাম কমেনি। ২০২৩ সালের আগস্ট মাসে শেষবার ডোমেস্টিক এলপিজির দাম কমানো হয়েছিল।

News Hub