অটোর ভাড়া বাড়ার সম্ভাবনা। আগামী রবিবার থেকেই বেড়ে যেতে পারে অটোর ভাড়া। এক সংবাদমাধ্যম সূত্রে খবর, সিএনজি গ্যাস বা সংকুচিত প্রাকৃতিক গ্যাসের দাম দেশের নানা শহরে বাড়ছে। গ্যাসের দাম বাড়লেই বাড়বে অটোর ভাড়া। রবিবার থেকেই কার্যকর হচ্ছে সিএনজি-র নতুন দাম। ভারতীয় প্রাকৃতিক গ্যাস প্রদানকারী সংস্থা গেইল ও ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের যৌথ উদ্যোগে তৈরি হওয়া সংস্থা ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড সারা দেশে সিএনজি সরবরাহ করে।
ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড জানিয়েছে, সিএনজি-র দাম ১ টাকা বাড়ানো হয়েছে। তবে এই বৃদ্ধি দেশের সব শহরের জন্য নয়। প্রাথমিক ভাবে নয়ডা, গ্রেটার নয়ডা, গাজিয়াবাদ এবং কানপুরেই লাগু হচ্ছে এই নতুন দাম। এ পর্যন্ত কানপুরে সিএনজি-র দাম ছিল ৮৭.৯২ টাকা প্রতি কেজি। এবার বেড়ে হয়েছে ৮৮.৯২ টাকা। নয়ডা ও গ্রেটার নয়ডায় সিএনজি-র দাম ছিল ৮৪.৭০ টাকা প্রতি কেজি। বেড়ে হয়েছে ৮৫.৭০ টাকা। পাশাপাশি গাজিয়াবাদেও ৮৪.৭০ টাকা থেকে দাম বেড়ে হয়েছে ৮৫.৭০ টাকা। অভিজ্ঞ মহলের মতে ১ টাকা বাড়ার প্রভাব পড়তে পারে সাধারণের উপর। তবে কলকাতায় সিএনজি-র দাম অপরিবর্তিত।
Advertisement
Advertisement
Advertisement



