• facebook
  • twitter
Friday, 5 December, 2025

চলন্ত গাড়িতে কলেজ ছাত্রীকে গণধর্ষণ, এখনও অধরা দুষ্কৃতীরা

ফের ঘটলাে এক মর্মান্তিক ঘটনা। রাজস্থানের দৌসায় এক কলেজ ছাত্রীকে জোর করে গড়িতে তুলে ধর্ষণ করেছে দুষ্কৃতীরা।

প্রতিকি ছবি (Photo: iStock)

ফের ঘটলাে এক মর্মান্তিক ঘটনা। রাজস্থানের দৌসায় এক কলেজ ছাত্রীকে জোর করে গড়িতে তুলে ধর্ষণ করেছে দুষ্কৃতীরা। জানা গিয়েছে শুক্রবার ভাের পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটেছে।

ওই দিন ভােরবেলা টিউশন পড়তে কোচিং সেন্টারে যাচ্ছিল দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীটি। বাড়ি থেকে বেরিয়ে কিছুদূর যাওয়ার পর তাঁকে জোর করে গাড়িতে তুলে নেয় কিছু দুষ্কৃতী। এর পরে গাড়ির মধ্যেই চলে পাশবিক অত্যাচার। চলন্ত গাড়িতে চোখ বাধা অবস্থায় লাগাতার ধর্ষণের শিকার হয় ১৯ বছরের মেয়েটি।

Advertisement

এরপর সকাল ১০টা নাগাদ লালসোত এলাকায় নির্যাতিতাকে ফেলে পালায় দুষ্কৃতীরা। এই বিষয়ে কাউকে কিছু জানালে খুন করে ফেলার হুমকিও দেয়া হয় ওই কিশােরীকে। অভিযুক্তরা যেহেতু চোখ বেঁধেছিল, তাই অনুমান করা হচ্ছে মেয়েটি আগে থেকেই তাদের চিনত। সে কারণেই নিজেদের আড়াল করতে মেয়েটির চোখ বাঁধা হয়েছিল বলে সন্দেহ পুলিশের।

Advertisement

থানায় অভিযােগ দায়ের করে ধর্ষণে অভিযুক্ত তিনজনের মধ্যে দু’জনকে চিনতে পারে মেয়েটি। অন্যজনকে এখনও চিহ্নিত করা যায়নি। তবে চারদিন হয়ে গেলেও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Advertisement