দিল্লি-সহ উত্তর ভারতজুড়ে শৈত্যপ্রবাহ চলায় তাপমাত্রা নেমে গেছে। গত ৩ দিন ধরে ৪ ডিগ্রি তাপমাত্রা রয়েছে দিল্লিতে। রবিবারও তার কোনও পরিবর্তন হয়নি। তবে রাজধানীর এলাকা ভেদে তাপমাত্রা ৩ ডিগ্রি আবার কোথাও তারও নীচে নেমে গিয়েছে। হাড়কাঁপানো শীত রয়েছে দিল্লিতে।
মৌসম ভবন অনুযায়ী, রবিবার সকাল সাড়ে ৮টায় সফদরজঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৮ ডিগ্রি সেলসিয়াস। আগের দু’দিনের তুলনায় সামান্য বাড়লেও বেশ কিছু এলাকায় শীতের ছবিটা আবার অন্য রকম। লোদি রোডে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৬ ডিগ্রি সেলসিয়াস। পালমে ৩ ডিগ্রি এবং আয়ানগরে ২.৭ ডিগ্রি সেলসিয়াস।
Advertisement
শৈত্যপ্রবাহ এখন চলবে বলে জানিয়েছে মৌসম ভবন। সোমবার পর্যন্ত থাকবে এই পরিস্থিতি। সোমবারের পরেও এই অবস্থা চলবে বলে জানিয়েছে মৌসম ভবন। শনিবার দিল্লিতে ছিল এই মরসুমের শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ৪ ডিগ্রির ঘরে ছিল তাপমাত্রা।
Advertisement
মৌসম ভবন জানিয়েছে, পশ্চিম হিমালয় অঞ্চল থেকে কনকনে ঠান্ডা হাওয়া ঢুকছে দিল্লি-সহ উত্তর ভারতের বেশির ভাগ অঞ্চলে। তার ফলে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ৩-৫ ডিগ্রি নামার সম্ভাবনাও রয়েছে। শৈতপ্রবাহের ধারাবাহিকতার দিকে তাকালে দেখা যাবে ২০২৩ সালের জানুয়ারিতে আটটি শৈত্যপ্রবাহ হয়েছিল দিল্লিতে। ২০২৪ সালের জানুয়ারিতে পাঁচদিন শৈতপ্রবাহ হয়েছিল। কিন্তু ২০২৫ সালের জানুয়ারিতে দিল্লিতে কোনও শৈতপ্রবাহ হয়নি। তবে এ বছর দিল্লির তাপমাত্রা এক অঙ্কের ঘরে নেমে গিয়েছে।
Advertisement



