কোল ইন্ডিয়ার ৫০তম স্থাপনা দিবসে এক বিশেষ অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কৃষ্ণ রেড্ডি চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও কোল ইন্ডিয়ার চেয়ারম্যান পি এম প্রসাদ, বিসিসিএল এর সিএমডি সমীরণ দত্ত সহ অনেক উচ্চ পদস্থ অফিসার উপস্থিত ছিলেন। ভাল কাজের জন্য বিসিসিএল সাত টি পুরস্কার পায়।
কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কিষণ রেড্ডি র হাত থেকে বিসিসিএল এর সিএমডি সমীরণ দত্ত পুরস্কার গ্রহণ করেন। কোয়ালিটি সতর্কতার জন্য দ্বিতীয় পুরস্কার পান, গত ২০২৩ ২৪ এর জন্য লভ্যাংশ পুরস্কার, মহিলা অপারেটর এর ভাল কাজের জন্য, সব থেকে ভাল ডিপার্টমেন্ট এর জন্য, সতর্কতা উৎকৃষ্ট পুরস্কার, প্রধান অফিস এ ব্যাক্তিগত উৎকৃষ্টতা পুরস্কার পেয়ে এক ইতিহাস গড়ল বিসিসিএল।
Advertisement
Advertisement
Advertisement



